নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
পত্রিকা হাতে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসসহ অন্যান্যরা।
এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বারী মিডিয়ার উদ্যোগে ১৯ আগস্ট সোমবার লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে ‘বাংলা পোস্ট’ আত্মপ্রকাশ ঘটেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামস ‘বাংলা পোস্ট’ পত্রিকার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিউ ইয়র্ক কমিউনিটির সকল প্রথিতযশা গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থেকে আয়োজনকে আলোকিত করেছেন। অনুষ্ঠানটি পূর্ব ঘোষণা অনুযায়ী যথাযথ সময়ে শুরু হয়ে যায়। বিকাল ৭ টায় একে একে সকলে উপস্থিত হতে থাকেন। অনুষ্ঠানের শুরুতে ইমাম বেগ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর যথারীতি নিয়ম অনুযায়ী বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রথমেই কমিউনিটির সকলে একে একে মঞ্চে উঠে বারী মিডিয়া ও বাংলা পোস্ট পত্রিকাকে শুভেচ্ছা জানান। মঞ্চে উপস্থিত ছিলেন, শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, খলিলুর রহমান, তেরিপালাডিনি, মো এম মজুমদার, নাজমুল আহসান, এম এম শাহীন, প্রিন্স রায়হান, মশিউর রহমান, এবিএম মিজানুল হাসান, আতোয়ারুল আলম, জিল্লুর রহমান জিল্লুর, মো সাঈদ, রুহুল আমিন সরকার, নাসির উদ্দীন পল, রকি এলিয়েন, আলমগীর খান আলম, আহসান হাবীব, ফাহাদ সোলায়মান, জাকারিয়া মাসুদ জিকু, রানু নেওয়াজ, আশরাফ তালুকদার, ডা. ওয়াজেদ এ খান, ফখরুল আলম দেলোয়ার সহ আরও অনেকে।
এরপর সিটি মেয়রের উপস্থিতিতে বারী পরিবার, বারী গ্রুপ ও বারী মিডিয়ার সংক্ষেপে পরিচয় ও বৃত্তান্ত তুলে ধরা হয়। সেই সাথে ‘বাংলা পোস্ট’ পত্রিকার লক্ষ উদ্দেশ্য ও কাজের ক্ষেত্র সংক্ষেপে তুলে ধরা হয়। যেখানে কমিউনিটির সেবাকে প্রাধান্য দেয়া হয়েছে। বাংলা পোস্ট পত্রিকা আনন্দের সাথে নিউ ইয়র্কে প্রথম কোন বাংলা পত্রিকায় নারী সম্পাদক হিসেবে মুনমুন হাছিনা বারীকে বেছে নিয়েছে। তাছাড়া নিউইয়র্কের বাংলা গণমাধ্যম টেলিভিশন ও সাংবাদিকদের অভিভাবক কাজী শামসুল হক বাংলা পোস্টের উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন। এছাড়াও পত্রিকায় ডিজিটাল সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন সায়েম শুভ, সাহিত্য সম্পাদক হিসেবে সাকিল সৈকত, বার্তা সম্পাদক হিসেবে আহমেদ জাবের চৌধুরী, ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কাজী রাহাত শামস।
নিউইয়র্কে বারী গ্রুপ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বারী মিডিয়ার উদ্যোগে কমিউনিউটি সেবার লক্ষ্যে ‘বাংলা পোস্ট’ পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগটি কমিউনিটির সকলে আনন্দের সাথে গ্রহণ করে। বাংলা পোস্ট’ পত্রিকা কমিউনিটি সেবার পাশাপাশি সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মনের ভাব প্রকাশে বদ্ধপরিকর থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস ‘বাংলা পোস্ট’ পত্রিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর কমিউনিটির সকলে নৈশভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।
Posted ১২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh