নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
নিউইয়র্কে হোমকেয়ার সেবাদাতাদের বেতন কমছে। চলতি মাস থেকে তা কার্যকর হচ্ছে। নিউইয়র্ক স্টেটে নিজের সব কাজ করতে যারা অক্ষম, তাদের দৈনন্দিন কাজ করার জন্য অন্যের সাহায্য প্রয়োজন হয়। এসব মানুষের স্বাস্থ্য বিবেচনা করে পরীক্ষা-নিরীক্ষার পর ঘণ্টা হিসাব করে একজন সেবাদাতা দেওয়া হয়। সেই হিসেবে সেবাদাতারা পারিশ্রমিক পান। সিডিপ্যাপের অধীনে থাকা সেবাগ্রহীতারা তাদের পছন্দমতো পরিবারের সদস্যকে সেবাদাতা হিসেবে নিয়োগ করতে পারেন। আগে একেকজন সেবাদাতা ঘণ্টায় ২১ থেকে ২৩ ডলার পর্যন্ত বেতন পেতেন। এখন থেকে তারা আর সেই বেতন পাবেন না। তাদের বেতন কমানো হয়েছে, যা চলতি মাস থেকে কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একেকজন সেবাদাতা ঘণ্টায় ১৮ থেকে ২১ ডলার পর্যন্ত বেতন পাবেন। এতে বিভিন্ন হোম কেয়ার এজেন্সির আয়ও কমবে।
এ ব্যাপারে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসির চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ বলেন, গত মাসে নিউইয়র্ক স্টেট থেকে নিয়ম করা হয় সিডিপ্যাপের আওতায় যারা সেবা দিচ্ছেন, তাদের বেতন কমানোর। ফলে এখন যারা ২১-২৩ ডলার কিংবা কোনো কোনো হোম কেয়ার এজেন্সি থেকে আরও বেশি বেতন পেতেন, তারা তা পাবেন না। আগে তারা যে পরিমাণ ঘণ্টা পেতেন, এখন সেই পরিমাণ ঘণ্টাও পাবেন না। এতে করে সেবাগ্রহীতার সেবার ঘণ্টার পরিমাণ ও ডলারের পরিমাণ কমে যাওয়ায় তাদের আয়ও কমে যাবে। গিয়াস আহমেদ বলেন, বিষয়টি ঠিক হয়নি। আমরা এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে প্রতিকার চেয়েছি। মামলার শুনানি হবে ২৮ আগস্ট। সেদিন একটি আদেশ আসতে পারে।
তিনি আরও বলেন, একদিকে বেতন কমছে, অন্যদিকে সেবার ঘণ্টা কমছে। ফলে যারা এই পেশার সঙ্গে এত দিন ছিলেন, আয় কমে গেলে অনেকেই এই পেশায় নাও থাকতে পারেন। তখন এই সেক্টরে লোকবল পাওয়া কঠিন হবে। আমি সম্প্রতি নিউইয়র্ক স্টেট গভর্নরের সঙ্গেও দেখা করেছি। হোম কেয়ারের সামগ্রিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছি। তাকে পুরো পরিস্থিতিটা জানানো হয়েছে।
গিয়াস আহমেদ বলেন, সব হোম কেয়ার এজেন্সিকে মনিটরিংয়ের ক্ষমতা একটি কোম্পানির হাতে দেওয়া হচ্ছে। এতে করেও সমস্যা হতে পারে। একটি কোম্পানিকে মনিটরিংয়ের দায়িত্ব দিলে আগের মতো সেবা পাওয়া যাবে না। আমরা এ-সংক্রান্ত একটি মামলাও করতে যাচ্ছি। আমরা চাই একটি কোম্পানির হাতে মনিটরিংয়ের সব ক্ষমতা দেওয়া না হোক। যদি তা দেওয়া হয়, তাহলে গ্রাহকেরা পর্যাপ্ত সেবা পাবেন না।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh