বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে বন্দী করে ফেলা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আসন্ন ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে ভোটারদের মন জয় করতে হবে দুই প্রার্থী হ্যারিস এবং ট্রাম্পকে। তাই দুই প্রার্থীই শেষ মুহূর্তে জোরেশোরে প্রচার চালাচ্ছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।অর্ধেকের বেশি রাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে শুধু নর্থ ক্যারোলিনাতেই ভোট দিয়েছেন ১০ লাখ মানুষ। জনমত জরিপে প্রায় সমানে সমান একে অন্যকে টেক্কা দিচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পক্ষে মাঠে আছেন বিশ্বের এক নম্বর ধনী টেসলার প্রধান ইলন মাস্ক। তিনি সুইং স্টেটগুলোতে অর্থ ছড়াচ্ছেন। প্রতিদিন তিনি ওইসব রাজ্যে ভোটারদের ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাইডেন বলেছেন, ‘তাকে আমাদের বন্দী করতেই হবে। রাজনৈতিকভাবে আটকে ফেলতে হবে। এটা আমাদের করতেই হবে।’
বাইডেন দাবি করেন, ট্রাম্প মার্কিন সংবিধান নষ্ট করতে চান। ট্রাম্পের কারণে পুরো গণতন্ত্রই হুমকির মধ্যে পড়েছে। এর আগে ২০১৬ সালে যখন ট্রাম্প নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখন তার সমর্থকরা ‘হিলারি বন্দি করো’ স্লোগান দিয়েছিলেন। চলতি বছর কমলা হ্যারিসের সমাবেশ থেকে এমন স্লোগান উঠেছে।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh