মোহাম্মদ আজাদ : | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর, মঙ্গলবার। গণতন্ত্রের সুতিকাগার বলে পরিচিত যুক্তরাষ্ট্রের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন পরবর্তী ৪ বছরের জন্যে তাদের কমান্ডার ইন চীফ বা প্রেসিডেন্ট। মঙ্গলবার সকাল ৬টায় নিউইয়র্কে ভোটারদের জন্য ভোট কেন্দ্র খুলে দেয়া হবে এবং রাত ৯টা পর্যন্ত ভোট করা হবে। নিউজার্সিতে ভোট কেন্দ্র খোলা হবে সকাল ৬টায় এবং ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। কানেকটিকাটে সকাল ৬টায় ভোট কেন্দ্র খুলে দেয়া হবে এবং ভোট গ্রহন চলবে ৮টা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত চল্লিশ বছরের মধ্যে এবার সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট সহ সবগুলো পোলিং সংস্থার সর্বশেষ জরিপে বারবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলা হচ্ছে। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে যেসব স্টেটগুলোর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত জয়ী হবেন এবং যে সব স্টেটগুলোকে কমলা হ্যারিস নিশ্চিত জয়ী হবেন সেই সব স্টেটগুলো ইলেকট্রোরাল কলেজের ভোটের যোগ-বিয়োগে ডোনাল্ড ট্রাম্প পাবেন ২১৯ ইলেকট্রোরাল ভোট এবং কমলা হারিস পাবেন ২১৫ ইলেকট্রোরাল ভোট।
কোন প্রার্থীকে জয়ী হতে কমপক্ষে ২৭০ ইলেকট্রোরাল ভোট লাগবে। জরিপ সংস্থাগুলো বলছে এবার মোট ১১টি স্টেট হচ্ছে পলিটিক্যাল ব্যাটলগ্রাউন্ড বা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। ঐসব স্টেটগুলোতে রয়েছে মোট ১০৪টি ইলেকট্রোরাল ভোট।
এই ১০৪ ইলেকট্রোরাল ভোটকে বলা হচ্ছে টস আপ বা ভাগ্যনির্ধারনী ভোট। পলিটিক্যাল ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলো হচ্ছে-দেলেওয়ার, ইন্ডিয়ানা, মিসৌরি, মন্টানা, নিউ্ হ্যাম্পশ্যায়ার, নর্থ ক্যারোলিনা, নর্থ ডেকোটা, ইউথা, ভারমন্ট, ওয়াশিংটন ও ওয়েস্ট ভার্জিনিয়া। গত মঙ্গলবার পর্যন্ত রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সর্বশেষ জরিপে দেশ যাচ্ছে পেনসিলভেনিয়াতে ট্রাম্প ও হ্যারিসের জনপ্রিয়তাও উভয় প্রার্থীর জনপ্রিয়তা সমান দেখানো হয়েছে। কিছু সংস্থার জরিপে ট্রাম্পের জনপ্রিয়তার পাল্লা গড়ে এক পার্সেন্ট বেশী দেখানো হয়েছে তবে দু’প্রার্থীর জনপ্রিয়তা প্রতিদিনই উঠানামা করছে। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও ৫নভেম্বর একই সাথে কংগ্রেসের লোয়ার হাউজ বা হাউজ অব রিপ্রেসেনটেটিভ এবং আপার হাউজ বা সিনেটের নির্বাচনও অনুষ্ঠিত হবে।
সিনেটের এবার মোট ৩৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৩৩ আসনে ১৯টিঁ হচ্ছে ডেমোক্র্যাট এবং মাত্র ১০ আসন হচ্ছে রিপাবলিকানদের। ৪ স্বতন্ত্র আসনও রয়েছে এবং সেগুলোতে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ জন স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাট ককাসে যোগ দেয়ার কারণে এখন পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ। সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যা গরিষ্ঠতা ধরে রাখতে হলে তাদের নিজস্ব সবগুলো আসনে জয়ী হবার পর স্বতন্ত্র সিনেটরদের সমর্থনও লাগবে। এরপর হাউজে মোট ৪৩৫ আসনের মাঝে এখন ডেমোক্র্যাটদের আসন সংখ্যা হচ্ছে ২১২ টি। অন্যদিকে রিপাবলিকানদের বর্তমন আসন সংখ্যা হচ্ছে ২২০টি। তিনটি আসন এখন শূণ্য।
কোন দলকে হাউজে জয়ী হতে হলে ন্যূনতম ২১৮ আসন পেতে হবে এবং এই দলই হাউজস্পিকার নিয়োগ করবে তাদের দল থেকে প্রেসিডেন্ট হাউজ সিনেট নির্বাচন ছাড়াও ৫ নভেম্বর ১১টি স্টেটে গভর্ণর নির্বাচনসহ একইসাথে স্টেট বা রাজ্য আইন প্রণেতাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫০ স্টেটের মাঝে বর্তমান ২৭স্টেটে রিপাবলিকান গভর্নর এবং ২৩ স্টেটে ডমোক্র্যাট গভর্নর ক্ষমতায় আছে।
কেমন হবে আগামী দিনের আমেরিকা এমন প্রশ্নে চলছে নানা আলোচনা। তবে কমালা নির্বাচিত হলে ইতিহাসে আমেরিকা পাবে একজন প্রথম নারী প্রেসিডেন্ট। আর গণতন্ত্র ও সংখ্যালঘু সম্প্রদায় পেতে পারে তুলনামূলক সুরক্ষা। ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ঘৃণা, বর্ণ বিদ্বেষ ও বিভক্তি বহুগুণে ছড়িয়ে পড়বে সেটা ২৭ অক্টোবর নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাঁর সমাবেশ থেকেই আভাস পাওয়া গেছে । ২৮ অক্টোবর সোমবার কমালাকে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজ রাজ্য ডেলাওয়ারে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। প্রেসিডেন্টের আগে লাইনে হুইল চেয়ারে ছিলেন একজন বৃদ্ধা। ভোট প্রদানের পর সমবেত সাংবাদিকরা ট্রাম্পের নিউইয়র্কের সমাবেশ নিয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট বলেন, খুবই বিব্রতকর। তিনি বলেন,নির্বাচনে কমালা জয়লাভ করবেন।
ট্রাম্পের নিউইয়র্কের সমাবেশে ট্রাম্পের সমর্থকের বর্ণ বিদ্বেষী বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। সমাবেশে ট্রাম্প সমর্থক কমেডিয়ান টনি হিঞ্চক্লিফ পুর্তোরিকানদের আবর্জনার সাথে তুলনা করে বলেন, সাগরের মাঝখানে আবর্জনার একটি দ্বীপ রয়েছে। এটাকে পুর্তোরিকো বলা হয়। এই কৌতুক অভিনেতা ফিলিস্তিনিদের পাথর নিক্ষেপকারী এবং ল্যাটিনোরা কেবল সন্তান জন্ম দেয় বলে উল্লেখ করেন। তিনি কৃষাঙ্গদেরও কটাক্ষ করেন। নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জুলিয়ানী ফিলিস্তিনিদের আক্রমণ করে বলেন, তাদের ২ বছর বয়সে আমাদের হত্যা করতে শেখানো হয়। এইসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুর্তোরিকান ও ল্যাটিনোরা। নিউইয়র্কের গর্ভনর ক্যাথি হকুল এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, এমন বক্তব্যে তিনি হতবাক। পুরো সমাবেশ ছিল ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তৃতায় ভরা। ডনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় বলেন, নির্বাচিত হলে প্রথমদিনেই তিন আমেরিকার ইতিহাসের সর্ববৃহৎ ডেপোটেশন প্রোগ্রাম কার্যকর করবেন। তিনি বলেন, আমেরিকা দখল হয়ে গেছে। তিনি নির্বাচিত হলে আমেরিকাকে দখলমুক্ত করবেন।
কমালা কি ইতিহাস গড়তে পারবেন
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বারাক ওবামা সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যে ইতিহাস গড়েছিলেন কমলা কি সেই ইতিহাস গড়তে পারবেন? কমলার পক্ষে যদি সেটা সম্ভব হয় তাহলে কমলা দু’টি ইতিহাস গড়বেন প্রথমটি হচ্ছে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট এবং অন্যটি হচ্ছে তিনি হবেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। আর মাত্র ৪ দিন পর নির্বাচন। যুক্তরাষ্ট্রের জনগণ কাকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করবেন সেটা এ মুহূর্তে কেউ বলতে পারছে না।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh