নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
গত ২৮ জুন শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সিটির জ্যামাইকার ১৬৮ স্ট্রিট ও হিলসাইড এভিনিউয়ে নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ও জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশনের সহযোগিতায় এক রক্তদান কর্মসূচি আয়োজিত হয়। ১৮ থেকে ৬০ বছর বয়সী ও কমপক্ষে ৫০ কিলোগ্রাম ওজনের ব্যক্তিগণ রক্তদান করেছেন।
কর্মসূচীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এনবিসিএস এর পক্ষে ডা. নাফিসুর রহমান, হেলালে আলম টিটু, আশরাফউজ্জামান, আজহার আলী খান, আওকাত হোসেন খান, সাইদা হাবীব, মনজুর কাদের, মাহবুব কবীর, মেডিক্যাল এসোসিয়েশনের পক্ষে ডা. হাসান, ডা. বর্নালী হাসান, ডা. আতা উল্লাহ বিপ্লব, ডা. রুলি, জেবিএর পক্ষে আহসান হাবীব, রাব্বী সৈয়দ প্রমুখ।
Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh