নিউইয়র্ক : | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বছরপূর্তি উদযাপন করবে প্যাট্রিয়টস অব বাংলাদেশ। এ উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তির প্রথম বছরপূর্তি উপলক্ষে আগামী ৩ আগস্ট রোববার প্যাট্রিয়টস অব বাংলাদেশ দিনটি উদযাপনের লক্ষ্যে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুস সবুর, এএস এম রহমতউল্লাহ, জাকির হাওলাদার, হাছান সিদ্দিকী, দেলোয়ার হোসেন শিপন, লিটন মজুমদার, হাসান সিদ্দিক, এ কে আবদুল কাদের প্রমুখ।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্ট আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ সময়। এই সময় ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফলে বাংলাদেশে স্বৈরাচারের পতন ঘটেছিল এবং এক নতুন বাংলাদেশের আবহ সৃষ্টি হয়েছিল। এই জুলাই-আগস্টের চেতনাকে সমুন্নত রেখে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।
Posted ৪:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh