নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
প্যানডেমিককালে ভাড়া দিতে না পারার কারণে ভাড়াটিয়াদের তাদের বাড়ি বা ব্যবসা থেকে উচ্ছেদ করা যাবে না মর্মে নিউইয়র্ক সিটি কাউন্সিল একটি বিল পাশ করায় তা চ্যালেঞ্জ করে বাড়ির মালিকরা মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে সিটি কাউন্সিলে পাশ হওয়া বিলের পক্ষেই সমর্থন করেছে। বিচারক রনি এ্যাব্রাহাম বলেন, সিটি কাউন্সিল গৃহীত তিনটি প্রস্তাব কোনভাবেই বাড়ির মালিকদের সাংবিধানিক অধিকার খর্ব করেনি। দ্যা ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সাদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক রায়ে বাড়ির মালিকদের দাবিকে অগ্রাহ্য করে বলে জানান সিটি কাউন্সিল স্পিকার কোরি জনসন। উল্লেখ্য যে তিনটি বিলের বিরুদ্ধে বাড়িওয়ালারা আদালতে চ্যালেঞ্জ করেন সেগুলো হলো :\
রেসিডেনশিয়াল হ্যারাসমেন্ট ল ২. কর্মাশিয়াল হ্যারাসমেন্ট ল আর ৩. গ্যারান্টি ল। প্রথম দু’টি আইনে বলা হয়েছে প্যানডেমিকের কারণে ভাড়া দিতে না পারায় রেসিডেনশিয়াল ও কর্মাশিয়াল প্রপার্টির মালিকরা ভাড়াটিয়াদের হয়রানি করতে পারবেন না। আর তৃতীয় আইনে বলা হয় ভাড়া দিতে না পারার কারণে (প্যানেডেমিকের সময়কালে) ভাড়াটিয়াদের (রেসিডেনশিয়াল ও কর্মাশিয়াল দুই) লিজের শর্ত অনুসারে তাদের ব্যক্তিগত জিনিসপত্রে হাত দিতে পারবেন না মালিকরা।স্পিকার কোরি জনসন এক বিবৃতিতে বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা গভীর সংকটে পড়েছেন। বিশেষ করে রেস্টুরেন্ট মালিকরা। তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। কারণ তারাই অর্থনীতির মেরুদন্ড। এই রায় ক্ষুদ্র ব্যবসায়ী এবং ভাড়াটিয়াদের জন্য বড় জয়।
Posted ১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh