নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির সময় আবারো বর্ধিত করা হয়েছে। এ কর্মসূচির সময় সীমা ১৪ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
চট্টগ্রাম সমিতির প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির সময় বর্ধিত করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানের পর বিভিন্ন স্তরের সদস্যদের অনুরোধ ক্রমে ও বর্তমান মহমারী রোগ কোভিড-১৯, প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির সময় বর্ধিতকরণে সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ১৪ মার্চ সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শেষ তারিখ ছিল- যা পরিবর্তন করে আগামী ৪ এপ্রিল সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ধিত হলো। উল্লিখিত সময়ের মধ্যে চট্টগ্রামবাসীকে সদস্য নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি।
Posted ৭:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh