নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
জ্যাকসন হাইটসে ভয়াবহ অগ্নিকান্ড
নিউইয়র্কে স্মরণকালের ভয়াবহ আগ্নিকান্ডে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত পৌন ১১টার দিকে স্থানীয় ডাইভারসিটি প্লাাজার কাছে ৭৪ স্ট্রীটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাংলাদেশী মালিকানাধীন ‘প্রিন্স কাবাব এন্ড রেষ্টুরেন্ট’ থেকে অগুনের সূত্রপাত হয়ে তা আশেপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৬জন কর্মী সামান্য আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকান্ডের সময় প্রচন্ড বাতাস থাকায় আগুন পাশের একটি দ্রুত আশেপাশে আশপাশে ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক সিটির ফায়ার ব্রিগেডের ৩৯টি দমকল বাহিনীর ১৬৮জন ফায়ার ফাইটার টানা প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে শুক্রবার ভোর রাত ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। ‘প্রিন্স কাবাব এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট’-এর বেসমেন্ট থেকে রাত পৌনে এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফোর-অ্যালার্মের এই আগুনে ৭৪ স্ট্রীটের রেস্টুরেন্টটি পুড়ে যায়। এসময় আশপাশের স্বর্ণ, টেলিফোন, শাড়ী-গহনা প্রভৃতি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই বন্ধ ছিলো। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার ফাইটাররা বিভিন্ন দোকানের ঝাপ কেটে ভেতরে ঢুকে আগুন নেভানোর ব্যবস্থা নেন। এসময় সিটির পুলিশ আশপাশে লোক ও যান চলাচল বন্ধ বন্ধ করে দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুণের লেলিহান শিখায় একই ভবনের ৬টি স্মল বিজনেস প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনে সংশ্লিস্ট দপ্তরের তদন্ত চলছে।
অগ্নিকান্ডের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আবুল কাশেম এই প্রতিনিধিকে জানান, তিনি দীর্ঘ ২০/২৫ বছর ধরে জ্যাকসন হাইটসে বসবাস করছেন। সাম্প্রতিককালে এমন ভয়াবহ অগ্নিকান্ত তিনি প্রত্যক্ষ করেননি। ইউএসএনিউজঅনলাইন.কম
Posted ৮:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh