বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট পদপ্রার্থী বলে মন্তব্য করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলাইনার একটি শহরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চলমান প্রচারণার মধ্যেই সুপ্রিম কোর্টের উদারপন্থী বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। অবিলম্বে নতুন বিচারপতি নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই গিন্সবার্গের জায়গায় আরেকজন নারী বিচারপতিকেই তিনি মনোনয়ন দেবেন বলে জানান।
Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh