বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে নির্বাচন নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় থাকতে সর্বশেষ সামরিক শাসন জারির চিন্তাও রয়েছে তার। যদিও গত শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে উপদেষ্টা ও প্রচারণা টিমের সদস্যদের এক বৈঠকে এ বিষয়টি নিয়ে ব্যাপক হট্টগোল হয়েছে। খবর সিএনএনের।
বেশির ভাগ উপদেষ্টা এবং কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের এই চিন্তার কঠোর বিরোধিতা করেছেন। বৈঠক চলাকালে বেশ কয়েক জন কর্মকর্তা ও উপদেষ্টা বেরিয়ে যান। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন কি না, সেটা স্পষ্ট নয়। ঐ বৈঠক সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে ট্রাম্প এক টুইটার পোস্টে সামরিক আইন জারির এ রিপোর্টকে ‘ফেইক নিউজ’ উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রক্ষণশীল নিউজম্যাক্স চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্ষমতায় থাকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে সামরিক শাসন জারি এবং সেনা মোতায়েনের পরামর্শ দেন। শুক্রবার উপদেষ্টা ও কর্মকর্তাদের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধারণা তুলে ধরলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বৈঠকে উপস্থিত বেশির ভাগ উপদেষ্টা এই চিন্তার বিরোধিতা করেন।
গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৭০ লাখের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। কিন্তু সিডনি পাওয়েলের মতো পরামর্শক ও সমর্থকদের কারণে ট্রাম্প পরাজয় মেনে নিতে রাজি হননি।
Posted ১:১৬ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh