নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম আলো উত্তর আমেরিকা ও হিউম্যান কন্সার্ন ইউএসএ কমিউনিটির সাথে মিলে গত ১২ ডিসেম্বর শুক্রবার উডসাইডে গুলশান ট্যারেসে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ইউএস কংগ্রেসে শিক্ষানবিশ শিক্ষার্থী মালিহা মাহবুব চমৎকার উপস্থাপনায় সম্পাদক ইব্রাহীম চৌধুরীকে মঞ্চে স্বাগত জানান। কাউন্সিল উওম্যান, সিটি অফিসিয়েলসহ কমিউনিটির অগ্রসজন আসন গ্রহণ করেন।
হিউম্যান কনস্যার্ন ইউএসএ চ্যাপ্টারের নির্বাহী প্রধান মাসুম মাহবুব বলেন, “আপনারা যদি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু সহনশীলতা বা অর্থনৈতিক সুযোগ নিয়ে ভাবেন, আপনার সমর্থন শুধু নিউইয়র্ক বা নিউ জার্সিতেই সীমাবদ্ধ থাকবে না। তা পৌঁছাতে পারে বাংলাদেশের পরিবারগুলোর কাছে, বিপন্ন শিশুদের কাছে, সেই তরুণদের কাছে যারা অপেক্ষায় আছে, দেখা ও সহায়তা পাওয়ার আশায়।”

হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাহমুদা খান তাঁর বক্তৃতায় বিশ্বের বিপন্ন মানুষের জন্য তাঁর সংঠনের কাজ ও প্রয়াসকে তুলে ধরেন। বিখ্যত ফিলাথ্র্রপিস্ট সৈয়দ জাকি হোসেন ঘোষণা করেন যে, মৃত্যুর আগে তাঁর সমস্ত উপার্জন মানুষের কল্যাণে দিয়ে যেতে চান। জাকি নিজের প্রবাসী হওয়া এবং অর্থ উপর্জনের কষ্টকর অভিযাত্রার গল্প শুনিয়ে বলেন, কিছুই যখন আমরা সঙ্গে নিয়ে যাবো না, মানুষ ও মানবতার জন্য কাজ করে যেতে পারলে মানব জন্ম সার্থক হয়ে উঠে। নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি কাউন্সিলওম্যান শাহানা হানিফ কৈশোর থেকে মানুষের জন্য তাঁর লড়াইয়ের কাহিনী তুলে ধরেন।
নিউজার্সির ফ্রাংকলিন টাউনশীপের ডেপুটি মেয়র শেফে উদ্দিন বলেন, তার জন্ম ও বেড়ে উঠা নিউজার্সির প্যাটারর্সন শহরে হলেও একজন বাংলাদেশি হিসেবে নিজের উৎসের সাথে সম্পর্ক রেখেই সবাইকে নিয়ে তিনি কাজ করেন। নিউজার্সির ব্রিজওয়াটার টাউনশিপের নব নির্বাচিত কাউন্সিলউওম্যান রিদওয়ানা ইসলাম জনপ্রতিনিধি হওয়ার গল্প বলেন উদ্দীপনাময় কথামালায়।
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি নির্মানের নার্গিস আহমেদ অন্যতম। নীরবে কাজ করে যাওয়া এ নারীর কর্মপ্রয়াসের গল্প শুনে আবারও মুগ্ধ হন হল ভর্তি দর্শক শ্রোতা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও বক্তৃতা করেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, জোহরান মামদানি ট্রানজিশন টিমের কাজী ফৌজিয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, পরিবেশ সংগঠন ধরার সমন্বয়ক সেলিনা উদ্দিন, নাগরিক সংগঠন বাগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শাহানা মাসুম, নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, এটর্নি মঈন চৌধুরি, টাইম টিভি সিইও আবু তাহের, শিল্পপতি গোলাম ফারুক ভূঁইয়া, প্রবীণ কমিউনিটি নেতা মীর চৌধুরী, ব্যবসায়ী লুবান সিদ্দিকী, সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, এসেম্বলিওম্যান প্রার্থি মেরি জোবাইদা, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, তার সহধর্মিণী আছিয়া আক্তার, ইন্জিনিয়ার ফজলুল হক, সাংবাদিক নাজমুল আহসান, দীপক আচার্য, আবুল কাশেম, নরুল খান, রুদ্র মাসুদ, আবৃত্তিকার এম এ সাদেক, প্রবাসী শেরপুর জেলা সমিতির উপদেষ্টা মামুন রাশেদ, সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী, গ্রি মেকানিক্যাল ইয়াংকার সিইও তোফায়েল চৌধুরি, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আযম,মিরসরাই সমিতি ইউএসএর সাধারণ সম্পাদক আরিফুল হাসান, কার্যনির্বাহী সদস্য কাজী সাইফুল আলম , মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা মজহারুল্লাহ চৌধুরি, মঈনুল হক চৌধুরী হেলাল, মুকুল হক, প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আবুল হাসেম, নিউইয়র্ক লায়ন্সক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, প্রোহেলথ হোমকেয়ার সিইও মামুন উর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই সভাপতি এসএম আলম, নোয়াখালী সোসাইটির সভাপতি এএসএম মাইনুদ্দিন পিন্টু, সালমান গ্রোবাল এক্সপ্রেস সিইও মাসুদ রানা তপন, আসাল ওজন পার্ক উইম্যান চেয়ার শাহনাজ হোসাইন, দুবাই প্রবাসী ও রিয়েল স্টেট ব্যবসায়ী ইফতেখার রানা, শিক্ষিকা সালমা ফেরদৌস, ব্যবসায়ী মাকসুদুল চৌধুরী প্রমুখ।
প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের লেখক সাংবাদিক মাহবুব রহমান, এইচ বি রিতা, শেলী জামান খান, রওশন হক, রোকেয়া দীপা, সোহানা নাজনীন, ফরিদা ইয়াসমিন, রুপা খানম, শেমু আফরোজা, কান্তা কবির, রাশিদা আক্তার, ফার্মিস আক্তার, কুলসুম আখতার সুমি, মাহিন আক্তার, এম এইচ পাহলভি, মুকুল হক, আবু সাইদ, শাহানা বেগম, সুমাইয়া চৌধুরী, জাকির হোসেন, মনিজা রহমান, জেবুন্নেসা জ্যোৎস্না, গীতিকার মাহুফুজুর রহমান, সায়ান সিদ্দীক, সৈয়দ উতবা, এমবি তুষার, সৈয়দ মাসুদুল কবির প্রমুখ।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh