নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য নিউইয়র্কে বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রোববার এই দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটসে নবান্ন পার্ট হলে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, যিনি দোয়া-মাহফিলের নেতৃত্ব দেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ও চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।

পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সাধারণ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, দেওয়ান কাউসার, বদরুল হক আযাদ, হুমায়ুন কবীর, আনিসুর রহমান, এমএ কাইয়ুম, দেলুয়ার হোসেন ও খাদেমুল ইসলাম রুবেল।
এদিকে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় নিউইয়র্ক সিটি (দক্ষিণ) বিএনপির উদ্যোগে আরেকটি মাহফিল অনুষ্ঠিত হয় রুজভেল্ট এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টারে। মৌলানা সদিকুর রহমানের নেতৃত্বে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান, গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রহুল আমিন নাসির, ডিউক, ফয়সাল, জিয়াউর রহমান মিশন, এ জেড জাহাঙ্গীর আলম স্বপন, কাজী মনিরুল, যুব দলের মনির হোসেন প্রমুখ।
খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের দোয়া মাহফিল
নিউইয়র্ক (ইউএনএ): সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া মাহফিল করেছে জিয়া পরিষদ, যুক্তরাষ্ট্র। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি রেষ্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহ্বায়ক শামসুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন টেক্সাস জিয়া পরিষদ-এর আহবায়ক আব্দুর রউফ খান নবাব, বিএনপি নেতা মার্শাল মুরাদ, কাজী সাখাওয়াত হোসেন আজম ও অ্যাডভোকেট সারোয়ার। খবর : ইউএনএ’র।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন আগামী জাতীয় নির্বাচনে বরিশালের কাটালিয়া থেকে সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএন পির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অন্যানোর মধ্য বক্তব্য রাখেন ভিপি আলমগীর খান, জাহাঙ্গীর শহীদ সারোয়ার্দী, মোহাম্মদ মানিক, এড: বদরুল হায়দার তোতা, মোহাম্মদ আদনান, হারুন রশিদ প্রমুখ। যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে মাহফিল পরিচালনা করেন প্রফেসর সাইদ আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-কে ‘বাংলাদেশের গণতন্ত্রের মাতা ও দেশনেত্রী’ আখ্যায়িত করে তাঁর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জন্য তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি তাঁর দ্রুত সুস্থ্যতা কামনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান সময়ে দেশ-জাতি ও দলের জন্য তাঁর মতো অভিভাবকের বড় প্রয়োজন। সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন আল আরাফা মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ রফিকুল ইসলাম।
Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh