রবিবার, ৫ মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রঙ্কস’র পথমেলায় মেয়র এরিক অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

ব্রঙ্কস’র পথমেলায় মেয়র এরিক অ্যাডামস

আবু জাফর মাহমুদকে সম্মাননা তুলে দিচ্ছেন মেয়র এরিক অ্যাডামস।

বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস এর ঈদ পুুনর্মিলনী ও পথমেলা অনুষ্ঠিত হলো নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের উপস্থিতিতে । প্রবাসে বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে গত ২৪ জুলাই রোববার ব্রঙ্কসের পার্ডি স্ট্রিটে বসেছিল দিনব্যাপী এ আনন্দমেলা। বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার অনুষ্ঠানমালা শুরু হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার সার্ভিসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।

ব্যান্ডস-এর সম্পাদক মো. শামীম মিয়ার পরিচালনায় মেলায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। উচ্ছ্বসিত জনতার ভালোবাসায় অভিভূত মেয়র এরিক অ্যাডামস উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ সহ নানা ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করেন। মেয়র এরিক সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা সিটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ সার্বিক উন্নয়নে নিরলস কাজ করছি। আমি সবসময় আপনাদের পাশে আছি। উল্লেখ্য, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর বাঙালীদের আয়োজনে কোন পথমেলায় মেয়র এরিক অ্যাডামস-এর এটিই ছিল প্রথম উপস্থিতি। মেয়রকে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ছিলেন ব্যান্ডস’র কর্মকর্তারা সহ প্রবাসী বাংলাদেশীরা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেটের গুস্তাভো রিভেরা, ষ্টেট অ্যাসেম্বলীওম্যান নাতালিয়া ফার্নান্দেজ, কাউন্সিলওম্যান আমান্দা ফারিয়াহ, কংগ্রেসওম্যান ওকাসিও কোর্টেজের কমিউনিউনিট লিয়াজন নীপা, যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, ঢাকা দক্ষিণ সিটির মতিঝিল থেকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান ও ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডি থেকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর শিরিন গাফ্ফার, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা।


বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার সার্ভিসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বেলুন উড়িয়ে পথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্যে আবু জাফর মাহমুদ পথমেলা ও ঈদ আনন্দ উৎসব আয়োজনকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নিউইয়র্কের ব্রঙ্কসে যখন আনন্দ উৎসব চলছে তখনও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্ত মানুষ দু:সহ জীবন যাপন করছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রামের মানুষ জীবন যুদ্ধে লিপ্ত। তাদের জীবনে ঈদের আনন্দ আসেনি। কুরবানী দিতে পারেনি এসব মানুষ। বাংলাদেশ থেকে বহুদূরে অবস্থান করলেও আমরা বরাবরই বাংলাদেশের অসহায় মানুষের পাশে রয়েছি। বাংলাদেশের যে সব অঞ্চলে বন্যায় ক্ষতি হয়েছে সেসব অঞ্চলের অনেকেরই বসবাস আমেরিকায়। এসব প্রবাসীদের কেউ কেউ এগিয়ে এসেছেন। বাড়িয়েছেন সহযোগিতার হাত। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের হোম কেয়ার সার্ভিস বাংলা সিডিপ্যাপ এবং আলেগ্রা হোম কেয়ার সর্বাগ্রে সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে।

বন্যার প্রথম দিন থেকেই আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি সুনামগঞ্জের মানুষের নিকট খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিয়েছে। আমরা এককভাবে এ পর্যন্ত ২ হাজার ২’শ পরিবারকে সহায়তা প্রদানে সক্ষম হয়েছি এবং এখনো অব্যাহত রয়েছে আমাদের কার্যক্রম। তিনি বলেন, সারা বিশ্বের নেতৃত্ব প্রদানকারী দেশ আমেরিকার থেকে আমরাও বাংলাদেশের দু;সময় দুদিনে মানুষের কাছাকাছি থাকতে চাই। ব্রঙ্কসের সাথে বাংলা সিডি প্যাপের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে আবু জাফর মাহমুদ বলেন, এই সম্পর্ক দেড় দশক পূর্বের। তিনি পথমেলায় অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা জানান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেটের গুস্তাভো রিভেরা, ষ্টেট অ্যাসেম্বলীওম্যান নাতালিয়া ফার্নান্দেজ, কাউন্সিলওম্যান আমান্দা ফারিয়াহ, কংগ্রেসওম্যান ওকাসিও কোর্টেজের কমিউনিউনিট লিয়াজন নীপা, যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট নুর উদ্দীন চৌধুরী নয়ন, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, ঢাকা দক্ষিণ সিটির মতিঝিল থেকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান ও ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডি থেকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর শিরিন গাফ্ফার, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা।

অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন টাইটেল স্পন্সর সিপিএ আহাদ আলী, ডাইমন্ড স্পনসর রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, ডেমোক্রেটিক লীডার অ্যাটর্নী মঈন চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার মাষ্টার অব ল, প্যারালীগ্যাল স্পন্সর মোঃ আলী ও ট্রাইল অ্যাটর্নী কেভিন পেরেজ, সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুস শহীদ, বোর্ড অব ট্রাস্টি জুনেদ আহমদ চৌধুরী,ও প্রদীপ মালাকার, সহ সভাপতি জকি উদ্দিন চৌধুরী, সহ সভাপতি মামুন’স টিউটোরিয়ালের সিইও শেখ আল মামুন, সহ সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, তপন সেন, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, কার্যকরী সদস্য মো. হারুনুর রশীদ, মোশাহিদ চৌধুরী, শ্যামল কান্তি চন্দ, কাজী জামান বিটু, শাহান মজুমদার ও শফিকুর রহমান, নতুন প্রজন্মের স্পেশালাইজ হাই স্কুল আমেরিকান স্টাডিস এ্যাট লিমেন কলেজ ছাত্রী ছামিহা বিন্তে আলী।কমিউনিটি এক্টিভিস্ট কাওসারুজ্জামান কয়েছ, খলিলুর রহমান, জামাল হোসেন, আহবাব চৌধুরী, মনজুর চৌধুরী জুগলুল, সামাদ মিয়া জাকের, সাহেদ আহমেদ, মোখলেসুর রহমান, জাহাঙ্গীর কাজী, মহব্বত আকন্দ, জাহাঙ্গীর এ জয়, কাজী সামিরা, ফৌজিয়া ইয়াসমিন, আসমা আক্তার, আবুল কালাম আজাদ, বৃষ্টি রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পথমেলায় মেয়রকে স্বাগত জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। বিশেষ অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে টাইটেল স্পন্সর সিপিএ আহাদ আলী, ডাইমন্ড স্পন্সর রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, মেলার উদ্বোধক আবু জাফর মাহমুদ, খলিল বিরিয়ানি হাউসের সত্ত্বাধিকারী খলিলুর রহমান ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

চমৎকার আবহাওয়ায় বিপুল সংখ্যক প্রবাসীর অংশ গ্রহণে এটি পরিণত হয় স্মরণীয় মেলায়। উপচেপড়া দর্শর্নার্থীর অংশগ্রহণে শেষ হয় দিনব্যাপী এ আনন্দমেলা। মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল বাংলাদেশের সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীনের অনন্য পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল, মরিয়ম মারিয়া, ডা. কামরুল ইসলাম, অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি সহ অন্যান্য শিল্পীরা নাচে গানে মাতিয়ে রাখেন আগত দর্শক-শ্রোতাদের। মেলায় র‌্যাফেল ড্রতে ছিলো আকর্ষণীয় পুরস্কার। সবশেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গ্র্যান্ড স্পনসর রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন সহ সকল স্পন্সর, অতিথি, সাংবাদিক, সংগঠনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতার জন্য ব্যান্ডস প্রবাসে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পেরেছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া বলেন, প্রবাসে বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে আয়োজন করা হয় জমজমাট এ ঈদ পুুনর্মিলনী ও পথমেলা। মেলার স্পন্সর, মিডিয়া, সংগঠনের নের্তৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

advertisement

Posted ৮:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.