সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাফিজুল কোরআনের ভয়েস অফ কোরআন প্রতিযোগিতা ২০২০ শুরু

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০

হাফিজুল কোরআনের ভয়েস অফ কোরআন প্রতিযোগিতা ২০২০ শুরু

সিলেট বিভাগের হাফিজুল কোরআনদের জন্য অনলাইন ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ভয়েস অফ কোরআন ২০২০ এর উদ্বোধনী পর্ব গত ২৭শে সেপ্টেম্বর রোজ রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে। খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের সহযোগিতায় হাফিজুল কোরআনের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন যুক্তরাষ্ট্রস্থ ফুলতলী ইসলামিক সেন্টারের সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা সাজেদুল হক সাহেব।

ভয়েস অফ কোরআনের প্রধান পৃষ্ঠপোষক হাফিজ নজমুদ্দিন আহমদের কর্মপরিকল্পনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভয়েস অফ কোরআনের সম্মানীত উপদেষ্টা এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সম্মানীত সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল সরওয়ার জাহান সাহেব। অংশগ্রহন করেন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড সিলেট মহানগরীর সভাপতি হাফিজ দিলওয়ার হোসাইন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বাহা, শাহজালাল রহমানিয়া ইন্টারন্যাশনাল মাদরাসা সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আযহারী, নিউইয়র্ক ইস্ট এলমহার্স্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কাইউম ছালিক, ফুলতলী ছাহেব বাড়ী আল কোরআন মেমোরাইজিং সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম, নিউইয়র্ক ফুলতলী ইসলামিক সেন্টারের প্রচার সম্পাদক ক্বারী মালিক শেখ, ভয়েস অফ কোরআনের এর মিডিয়া পার্টনার রোজ টিভির পরিচালক ক্বারী মোহাম্মদ আবিদুজ্জামান, হাফিজ মাহবুবুর রহমান, হাফিজ আসিফ আহমদ চৌধুরী ও হাফিজ আব্দুল মজিদ নোমান প্রমুখ। ভয়েস অফ কোরআনের উপদেষ্টা এবং খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল মাদানীর উপস্থাপনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো: আব্দুল মজিদ নোমান।


প্রধান অতিথি প্রিন্সিপাল সরওয়ার জাহান পরীক্ষকগণ এবং প্রতিযোগীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বাহা, আলহাজ্ব আব্দুল মতিন খান ইসলামিক একাডেমি এন্ড হিফজুল কোরআন সেন্টোরের সভাপতি জনাব কমর উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় দায়িত্বশীল হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, হাফিজ ছায়েম হোসাইন, হাফিজ সাইফুর রহমান প্রমুখ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ভয়েস অফ কোরআন ২০২০’ সিলেট বিভাগের হাফিজদের সৌজন্যে ভার্চুয়াল (অনলাইন) হাফিজুল কোরআন অনুষ্ঠানের আয়োজন করেছেন। হাফিজ নজম উদ্দিন আহমদের তত্বাবধানে অনুষ্ঠানে বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম পুরস্কার ২০০০০ টাকা, ২য় পুরস্কার ১৫০০০ টাকা, ৩য় পুরস্কার ১০০০০ টাকা। এছাড়া ৪র্থ পুরস্কার ৮০০০ টাকা, ৫ম পুরস্কার ৬০০০ টাকা, ৬ষ্ঠ পুরস্কার ৫০০০ টাকা, ৭ম পুরস্কার ৪০০০ টাকা, ৮ম পুরস্কার ৩০০০ টাকা, ৯ম পুরস্কার ২০০০ টাকা, ১০ম পুরস্কার ১০০০ টাকা।


advertisement

Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.