নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশ সোসাইটি গত ১২ সেপ্টেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের মসজিদের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার। সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, বাংলাদেশ সোসাইটির সমাজ কল্যাণ সম্পাদক নাদের এ আইয়ুব, কার্যকরী কমিটির সদস্য মাইনুদ্দিন মাহবুব, আবুল কাশেম চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, মীর মশিউর রহমান, মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সোসাইটির সাবেক কর্মকর্তা ফারুক হোসেন মজুমদার, মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট শাহাদাত হোসেন, বর্তমান সভাপতি আব্দুর রব, ডা. শিবলী, পদ্মা ইয়েলো সোসাইটির ফারুকুল ইসলাম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাসুম, শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট টি মোল্লা, মানিক বাবু, মোখলেসুর রহমান, নবাবগঞ্জ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, জেড চৌধুরী লিটু প্রমুখ।
উল্লেখ্য, কুইন্স বরো প্রেসিডেন্টের অফিস থেকে এই ত্রাণ সামগ্রী দেয়া হয়। মোট ১০০ ব্যাগ ড্রাই ফুড বিতরণ করা হয়। এ ছাড়াও এবিসিডি অর্গানাইজেশনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
বাংলাদেশ সোসাইটি করোনা মহামারিকালে আর্তমানবতার সেবায় বেশ কিছু কাজ করেছে। কোভিড-১৯ এ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যাদের সামর্থ ছিল না তাদের বিনা অর্থে কবর দেয়ার ব্যবস্থা করা হয় সোসাইটির পক্ষ থেকে। এ কাজে অগ্রণী ভূমিকা রাখায় বাংলাদেশ সোসাইটির সাবেক ও বর্তমান কার্যকরী কমিটি এবং ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা বেশ প্রংশসিত হয়েছেন।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh