বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী রিতা রহমান, অধ্যাপক ড. শওকত আলী, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম উদ্দিন ভূঁইয়া, ওলিউল্লাহ আতিকুর রহমান প্রমুখ। সংগঠনের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে দৃঢ় রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর সততা ও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। তিনি ক্ষমতায় থাকাকালে দেশের শ্রমজীবী সমাজের কল্যাণে কাজ করেছেন।
তিনি বাংলাদেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে ভিন্নমতের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেন। জিয়াউর রহমানই বিদেশে জনশক্তি রপ্তানি ও গার্মেন্টস শিল্পের উদ্যোক্তা।
গিয়াস আহমেদ আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের কথা আমরা সকলেই জানি। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
তিনি সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। দেশকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, এটা ছিল তাঁর স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।
গিয়াস আহমেদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। অবিলম্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর থেকে সবরকমের মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
অন্যান্য বক্তাগণ শহীদ জিয়ার জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শহীদ জিয়া ও তার পবিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh