বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে সম্পন্ন হলো শিশুদের কোরআন সবক অনুষ্ঠান। গত ২৯ নভেম্বর বেলা ১১টায় মসজিদ পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ তোফাজ উদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ মুত্তাকি বিল্লাহর পরিচালনায় মসজিদ ভবনে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের আজাদ, কোষাধ্যক্ষ মিঠু হামিদ, ইমাম মাওলানা হেলালউদ্দিন, ইমাম মুত্তাকি বিল্লাহ, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে একটি ছোট শিশু। অনুষ্ঠান দুটি অংশে বিভক্ত ছিল। ‘কায়দা’ ও ‘আমপারা’ গ্রুপ। এছাড়া ছেলে ও মেয়েদের গ্রুপও আলাদাভাবে বিভক্ত ছিল। প্রথম গ্রুপে ছিল, যারা কায়দা শেষ করে আমপারা শুরু করবে এবং দ্বিতীয়টিতে যারা আমপারা শেষ করে কোরআন শুরু করবে। অনুষ্ঠানে প্রত্যেক ছাত্রছাত্রীকে ফুলের তোড়া ও পুরস্কার তুলে দেন মোহাম্মদ তোফাজ উদ্দিন। অনুষ্ঠানের শেষাংশে বক্তব্য রাখেন ইমাম হেলাল উদ্দিন। মধ্যাহ্ন ভোজ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Posted ১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh