নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
গত ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডে স্টার কাবাব রেস্টুরেন্টে জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্কের পক্ষ থেকে এনওয়াইপিডিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশী সদস্যদের সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে কেক কাটা, ফুল উপহার এবং প্রোক্লেমেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম শামসি আলী, ক্যাপ্টেন আব্বাস, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং কমিউনিটি নেতৃবৃন্দ। বাপসনিউজ
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনওয়াইপিডি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনওয়াইপিডি অবসরপ্রাপ্ত ডিটেকটিভ রাসেক মালেক। অনুষ্ঠানে জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্কের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত এনওয়াইপিডি’র বাংলাদেশী সদস্যদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কো-ফাউন্ডারসহ সংগঠনের নেতৃত্ব উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের শুভেচ্ছা জানান হয়।
পদোন্নতি উদযাপনের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ২০২৬-২০২৭ সালের বাপা এক্সিকিউটিভ বোর্ড নির্বাচনে ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ প্যানেলকে সমর্থন ঘোষণা করা হয়। এনওয়াইপিডিতে কর্মরত পদোন্নতি প্রাপ্ত যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হচ্ছেন; সাজ্জাদুর রহমান, ফুয়াদ হোসেন, কামরুল ইসলাম, সুনিয়া বডুয়া, শাম্মূ মিয়া, নাসরিন জে আলম, মোহাম্মদ শামসুদ্দিন, আবু আজিম,মোহাম্মদ এম রহমান, সাইফুল ইসলাম, জিএমআর রহমান, মনিরুল এম তালুকদার প্রমুখকে পদোন্নতির সাইটেশন প্রদান করা হয়।
Posted ১:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh