নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে গত ২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় পালিত হয়েছে ‘থ্যাঙ্কসগিভিং ফ্যামিলি ডিনার নাইট’।
নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার এবং সাপ্তাহিক ইনকিলাব-এর ব্যবস্থাপনায় কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত এই থ্যাঙ্কসগিভিং ফ্যামিলি ডিনার নাইট পরিণত হয়েছিল প্রবাসীদের মিলন মেলায়। সাপ্তাহিক ইনকিলাব-এর সম্পাদক জাহিদ আলম এই থ্যাঙ্কস গিভিং ডিনার নাইটের মূল আয়োজক ছিলেন। সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন সংগঠক এজাজুল ইসলাম নাঈম।

একে অপরকে ধন্যবাদ দেয়া, একসাথে সৌজন্য বিনিময় এবং রান্না করা টার্কিসহ নানা আইটেমের ডিনার সম্পন্ন করেছেন প্রায় ৪ শতাধিক প্রবাসীরা। শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় এগিয়ে চলা এই আয়োজনে সকলকে থ্যাঙ্কস গিভিংয়ের শুভেচ্ছা বিনিময় করেছেন শাহনেওয়াজ গ্রুপের স্বত্বাধিকারী ও বাংলাদেশ সেসাইটি, নিউ ইয়র্ক এর বেরাড অফ ট্রাষ্টির চেয়ারম্যান লায়ন শাহনেওয়াজ, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট ও ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টার ও এম্পায় হোমকেয়ার এর নুরুল আজিম প্রমুখ। শীতের তীব্রতা থাকলেও সন্ধ্যার পর থেকেই প্রবাসীরা এ আয়োজনে কুইন্স প্যালেসে উপস্থিত হয়েছিলেন। তবে অনুষ্ঠান জমে উঠেছিল রাত সাড়ে আটটার পর।
উপস্থিত সকলের থ্যাঙ্কস গিভিং নাইটের আনন্দ বাড়িয়ে দিতে বিশিষ্ট কণ্ঠশিল্পী রনো নেওয়াজ, অনিক রাজ,অংকন এ প্রেমা রহমান সংগীত পরিবেশন করেছেন। প্রায় মধ্যরাত পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন আগতরা।
যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে উদযাপিত হয়। সে হিসেবে এবার ২৭ নভেম্বর বৃহস্পতিবার ধুমধামের সাথে পালিত হয়েছে থ্যাঙ্কস গিভিং উৎসব। সরকারি ছুটির দিন থাকায় পরিবার, প্রতিবেশি, বন্ধুবান্ধবসহ সকলে একত্রিত হয়ে প্রত্যেকের জীবনের প্রতিটি সাফল্যের জন্য, দেশ ও জাতির সাফল্যের জন্য সৃস্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
টার্কী রোস্ট, ক্র্যানবেরি সস, মিষ্টি আলুর ক্যান্ডি, স্টাফিং, ম্যাশড পটেটো এবং ঐতিহ্যবাহী পামকিন পাই দিয়ে বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং ডে’ টি আনন্দে কাটিয়ে সকলেই প্রস্তুত থাকেন পরের দিন শুক্রবারের ব্ল্যাক ফ্রাইডে সেল এর জন্য। প্রতি বছর, আমেরিকায় থ্যাঙ্কস গিভিং ডে-র পরদিনই শুরু হয় বছরের সবচাইতে আকষর্ণীয় সেল মওসুম ক্রিসমাস সেল।
Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh