নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
ব্রুকলিনে বাংলাদেশিদের হাব হিসেবে খ্যাত চার্চ-ম্যাকডোনাল্ডের প্রাণকেন্দ্র ১১৩ চার্চ এভিউনিউয়ে গত ১২ ডিসেম্বর শুক্রবার উদ্বোধন করা হয়েছে ‘মনি মেডিকেল কেয়ার’। উদ্বোধন করেন এই মেডিক্যাল কেয়ারের সিইও ডা.রেজোয়ানা কবির ডিও’র রত্নগর্ভা মা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহসিনা কবির। প্রধান অতিথি ছিলেন প্রবাসের পরিচিত মুখ ও রাজনীতিক ডা. মজিবুর রহমান।
বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজম, নাঈম টুটুল, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, টাইম টিভির সিইও আবু তাহের, এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩৬ এর নির্বাচনে পদপ্রার্থী মেরী জোবায়দা, ডা. হাসান , বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, সালেহ আহমেদ মানিক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সৈয়দ আজাদ ও ফরহাদ হোসেন। উদ্বোধনের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা আনসারুল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনি মেডিক্যাল কেয়ারের মিডিয়া ও কমিউনিকেশন ডাইরেক্টর সৈয়দ আজাদ ও তামান্না মৌ।

ডা. মজিবুর রহমান বলেন, পেশাদারিত্বের মনোভাব নিয়ে মনি মেডিক্যাল কাজ করবে। বাংলাদেশি কমিউনিটিকে ভালবাসার প্রত্যয় নিয়েই ডা. রিজোয়ানা বাংলাদেশিদের বসতি এলাকায় এই মেডিক্যাল কেয়ার প্রতিষ্ঠা করলেন। তিনি অন্য স্টেট কিংবা অন্য এলাকায় গিয়ে আরও ভালো করতে পারতেন। কিন্তু তিনি তা না করে দেশি ভাইবোনদের সেবায় নিয়োজিত হবার পরিকল্পনা করেছেন।
সিইও ডা.রেজোয়ানা কবির ডিও বলেন, ডলার ইনকামের জন্য নয়, সেবার শপথ নিয়ে মনি মেডিক্যাল কেয়ার যাত্রা শুরু হলো। সেবার পরিধিকে আরও বিস্তৃত করতে সকলের সহযোগিতা চাই। মনি মেডিক্যাল কেয়ার’র চেয়ারম্যান মহসিনা কবির বলেন, আমার ডাক্তার মেয়ে বাংলাদেশি কমিউনিটির সেবায় আপনাদের হাতে তুলে দিলাম। আশা করি, সে তার ত্যাগ ও পরিশ্রম দিয়ে আপনাদের সেবা করবে।
কাজী আজম বলেন, মনি মেক্যিাল কেয়ারের লোকেশন চমৎকার। বাংলাদেশিদের প্রাকেন্দ্রে এটি অবস্থিত। বাস-ট্রেন থেকে নামলেই এই চিকিৎসা সেবার প্রতিষ্ঠান। বাংলাদেশিদের হাঁটা পথে এই মেডিক্যাল কেয়ার অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। মিডিয়া ও কমিউনিকেশন ডাইরেক্টর সৈয়দ আজাদ বলেন, অর্থ নয়। সেবার মনোভাব নিয়ে এই মেক্যিাল কেয়ার যাত্রা শুরু করলো।
আগামীতে কমিউনিটিতে মনি মেডিক্যাল কেয়ারের আরও শাখা প্রসাড়িত হবে ইনশাল্লাহ। মনি মেডিকেল কেয়ার হবে কমিউনিটির নির্ভরযোগ্য ও সেবা প্রদানের আধুনিক প্রতিষ্ঠান। বাংলাদেশি-আমেরিকান ডা.রেজোয়ানা কবির ডিউ’র পরিচালনায় মনি কেয়ারে শারীরিক চেকআপ, হাইব্লাডপ্রেসার, কোলেস্টোরেল, ডায়াবেটিস, অ্যাজমা, শিশুরোগ, ব্লাড, ইউরিন, প্রেগন্যান্সি টেস্ট ও ভ্যাকসিন প্রদানসহ সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হবে। সাথে থাকবে ইয়োগা সুবিধা।
Posted ১২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh