বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
নিউইয়র্ক স্টেটে মোটর ইক্যুইপমেন্ট সার্ভিস এন্ড রিপেয়ার মেকানিকস পদে বছর জুড়ে যে কোন সময় আবেদনপত্র গ্রহণ করা হয়। এই পদগুলো ওয়েস্টচেষ্টার, রকল্যান্ড, অরেঞ্জ ও ডাচেস কাউন্টিসহ স্টেটের সর্বত্র বিদ্যমান।
মোটর মেকানিকস পদে বর্তমানে বার্ষিক বেতনের পরিমাণ ৪৩,৪৮৪ ডলার। যারা নিউইয়র্ক সিটির পাঁচ বরো এবং নাসাউ, সাফোক, রকল্যান্ড বা ওয়েস্টচেষ্টার কাউন্টিতে নিয়োগ লাভ করবেন তারা বেতনের অতিরিক্ত বার্ষিক ৩,০২৬ ডলার হারে ডাউনস্টেট এডজাস্টমেন্ট ভাতা হিসেবে পাবেন এবং যারা ডাচেস, অরেঞ্জ ও পাটনাম কাউন্টিতে নিয়োগ পাবেন তারা বেতনের অতিরিক্ত বার্ষিক, ১,৫১৩ ডলার হারে ভাতা পাবেন।
আবেদনকারীদের চার বছরের অটোমোটিভ বা ডিজেল মেকানিক হিসেবে, অথবা অটোমোটিভ বা ডিজেল রিপেয়ার টেকনোলজিতে এসোসিয়েট ডিগ্রি থাকতে হবে। কোনো টেকনিক্যাল বা ভোকেশনাল প্রোগ্রাম বা অটোমোটিভ বা ডিজেল টেকনোলজিতে বিওসিইএস ডিগ্রি এক বছরের কাজের অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। যারা নিয়োগ লাভ করবে তাদের ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিক্যালস এর সার্টিফিকেশন আবশ্যক। বিস্তারিত জানতে ও আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন www.ny.gov/nysdot-employment-opportunities/service-repair-mechanic ওয়েবসাইট।
Posted ১:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh