বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকার প্রেসিডেন্ট ও তাদের সময়কাল

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

আমেরিকার প্রেসিডেন্ট ও তাদের সময়কাল

যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে ৫৮টি নির্বাচনে ৪৫ জন প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং শেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে ১৯ জন প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হন। ডেমোক্র্যাটিক পার্টি ১৮২৮ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৫ জন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র শাসন করেন। দেশটির ৭ম প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন ছিলেন প্রথম এবং ৪৪তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা।
রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাকাল ১৮৫৪ সাল। দলটির মোট ১৯ জন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে ছিলো হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬১ সালে রিপাবলিকারন পার্টি থেকে প্রথমবারের মতো নির্বাচিত হন। দলটির শেষ এবং ১৯তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাকিরা প্রথম ছিলেন, প্রথম দিকে ডেমোক্র্যাটিক রিপাবলিকান পার্টি ও স্বতন্ত্র।

জর্জ ওয়াশিংটন ১৭৮৯-১৭৯৭
জন অ্যাডম ১৭৯৭-১৮০১
থমাস জেফারসন ১৮০১-১৮০৯
জেমস ম্যাডিসন ১৮০৯-১৮১৭
জেমস মনরো ১৮১৭-১৮২৫
জন কুইন্সী অ্যাডাম ১৮২৫-১৮২৯
এন্ডু জ্যাকসন ১৮২৯-১৮৩৭
মার্টন বারেন ১৮৩৭-১৮৪১
ইউলিয়াম হ্যারিসন ১৮৪১
জন টাইলাম ১৮৪১-১৮৪৫
জেমস পুলক ১৮৪৫-১৮৪৯
জ্যাকরী টেইলর ১৮৪৯-১৮৫০
শিরার্ড ফিলমোর ১৮৫০-১৮৫৩
ফ্রাঙ্কলীন পিয়ার্স ১৮৫৩-১৮৫৭
জেমস বুকানন ১৮৫৭-১৮৬১
আব্রাহাম লিঙ্কন ১৮৬১-১৮৬৫
এন্ডু জনসন ১৮৬৫-১৮৬৯
ইউসিমেস গ্রান্ট ১৮৬৯-১৮৭৭
রাদার ফোর্ড হেইস ১৮৭৭-১৮৮১
জেমস গ্যারফিল্ড ১৮৮১-১৮৮৫
চেষ্টার আর্থার ১৮৮৯-১৮৮৯
বেঞ্জামিন হ্যারিসন ১৮৮৯-১৮৯৩
ক্লীভল্যান্ড ১৮৯৩-১৮৯৭
ইউলিয়াম ম্যাককিনলে ১৮৯৭-১৯০১
থিয়োডর রুজভেল্ট ১৯০১-১৯০৯
ইউলিয়াম টাফট ১৯০৯-১৯১৩
উড্রু ইউলসন ১৯১৩-১৯২১
ওয়ারেল হার্ডিং ১৯২১-১৯২৩
ক্যালভিন কলিজ ১৯২৩-১৯২৯
হারভার্ট হুভার ১৯২৯-১৯৩৩
ফ্রাঙ্কলীন রুজভেল্ট ১৯৩৩-১৯৪৫
হ্যারি ট্রম্যান ১৯৪৫-১৯৫৩
ডুইয়ীট আইসেন হাওয়ার ১৯৫৩-১৯৬১
জন এফ কেনেডী ১৯৬১-১৯৬৩
লিন্ডন জনসন ১৯৬৩-১৯৬৯
রিচার্ড নিক্সন ১৯৬৯-১৯৭৪
জেরাল্ড ফোর্ড ১৯৭৪-১৯৭৭
জিমি কার্টার ১৯৭৭-১৯৮১
রোনাল্ড রিগ্যান ১৯৮১-১৯৮৯
জর্জ বুশ ১৯৮৯-১৯৯৩
বিল ক্লিনটন ১৯৯৩-২০০০
জর্জ ডব্লিউ বুশ ২০০১-২০০৪
প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯-২০১৭
ডোনাল্ড জে. ট্রাম্প ২০১৭-বর্তমান


এক নজরে আমেরিকান প্রেসিডেন্টের ব্যতিক্রমধর্মী তথ্য

* ৮ জন প্রেসিডেন্টের জন্ম ব্রিটিশ শাসনামলে। এরা হচ্ছে জর্জ ওয়াশিংটন, জন অ্যাডমস, জেফারসন, ম্যাডিসন, মনরো, কিউ অ্যাডমস, জ্যাকসন এবং হ্যারিসন।
* ৯ জন প্রেসিডেন্ট কখনো কলেজেই যাননি। এরা হচ্ছেন ওয়াশিংটন, জ্যাকসন, ভ্যান বুরেন, টেলর, ফিলমোর, লিংকন, জনসন, ক্লীভল্যান্ড এবং ট্রুম্যান।
* হার্বাট থেকে ডিগ্রী নিয়েছে ৬ জন জন অ্যাডমস, কিউ অ্যাডমসম, টি রুজভেল্ট, এফ রুজভেল্ট, কেনেডী এবং জর্জ ডব্লিউ বুশ।
* আমেরিকার ৪৩ জন প্রেসিডেন্টই পর্তুগীজ, ইংরেজ, আইরিশ, স্কটিশ, ওয়েলস, সুইস, অথবা জার্মান-এ ৭টি জাতের উত্তরসুরী।
* সবচেয়ে বৃদ্ধ প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ৬৯ বছর বয়সে এবং সর্ব কনিষ্ঠ কেনেডী ৪৩ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
* সবচেয়ে লম্বাকৃতির প্রেসিডেন্ট ছিলেন লিংকন। তার উচ্চতা ছিলো ৬ ফুট ৪ ইঞ্চি। আর সবচেয়ে খাটো ছিলেন ম্যাডিসন।
* অনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ২ বছর আমেরিকা শাসন। ১৯৭৩ সালে ভাইস প্রেসিডেন্ট স্পাইরো ক্রানিত পদত্যাগ করলে প্রেসিডেন্ট নিক্সন জেরাল্ড ফোর্ডকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেন এর পরবর্তীতে নিক্সন পদত্যাগ করলে ফোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
* প্রেসিডেন্ট থাকাকালীন যারা আততায়ীর হাতে নিহত হন-লিংকন, গারফিল্ড, ম্যাককিনলে এবং কেনেডী।
* আততায়ীর হাত থেকে যারা বেঁচে যান: জ্যাকসন, টি রুজভেল্ট, এফ রুজভেল্ট, ট্রুম্যান, ফোর্ড এবং রিগ্যান।
* প্রেসিডেন্ট থাকাকালীন যে ৮ জন মারা যান: হ্যারিসন, টেলর, গারফিল্ড, ম্যাককিনলে, হার্ডিং, এফ রুজভেল্ট এবং কেনেডী।
* ৪ জুলাই মারা যান আমেরিকান স্বাধীনতা দিবসে মারা যান: প্রেসিডেন্ট অ্যাডমস, জেফারসন এবয় মনরো।


Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.