বাংলাদেশ অনলাইন ডেস্ক : | সোমবার, ১০ আগস্ট ২০২০
করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে বেপরোয়া রাশিয়া। তারা যে করেই হোক, বিশ্বে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে প্রথম হতে চায়। একই সঙ্গে অক্টোবরের শুরুর দিকে এর ব্যবহারও শুরু করতে চায়, যদিও এখনও ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন হয় নি। অনলাইন আল জাজিরা বলছে, তাদের এমন প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিজ্ঞানীরা। তারা বলেছেন, এমন প্রচেষ্টায় উল্টো ফল আসতে পারে। জর্জটাউন ইউনিভার্সিটির বৈশ্বিক জনস্বাস্থ্য আইন বিশেষজ্ঞ লরেন্স গোস্টিন বলেছেন, রাশিয়া যা করছে তা নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ, তারা যে টিকা আনছে তা শুধু অকার্যকরই নয়, একই সঙ্গে অনিরাপদ। প্রথমেই পরীক্ষার মাধ্যমে এই টিকা আনা হচ্ছে না।
এই ট্রায়াল বা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদিকে রাশিয়ার ডাইরেস্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দমিত্রিয়েভ বলেছেন, গামালেয়া রিসার্স ইনস্টিটিউটের আবিষ্কৃত টিকা কয়েক দিনের মধ্যেই অনুমোদন দেয়া হতে পারে। এ অনুমোদন দেয়া হবে তৃতীয় দফায় বিজ্ঞানীদের পরীক্ষা সম্পন্ন করার আগেই। কিন্তু এ জাতীয় টিকা অনুমোদনের আগে ক্লিনিক্যালি হাজার হাজার মানুষের ওপর এর পরীক্ষা চালানো হয়। তাতে সফলতা পাওয়া গেলে তখন অনুমোদন দেয়া হয়। এটাই কোনো টিকা বিশ্ববাজারে অনুমোদন দেয়ার রীতি।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh