নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
আনন্দঘন, উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবেয়া) নিউইয়র্ক চ্যাপ্টারের বার্ষিক বনভোজন। লং আইল্যান্ডের হেকসার স্টেট পার্কে মনোরম পরিবেশে গত ২ আগস্ট আয়োজন করা হয় প্রবাসের প্রাচীন এ সংগঠনটির মনোমুগ্ধকর পুনর্মিলনী। ওই আয়োজনে বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন।
দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, যাদু প্রদর্শনী, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স সোশ্যাল এডাল্ট ডে কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন রঞ্জিত রায়, শামসুল সিদ্দিকীএবং মোহাম্মদ সাদেক।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি মোহাম্মদ সাজেদুল মোনায়েম খান শরীফ, সভাপতি (নির্বাচিত) মো. আমিনুল ইসলাম (রিংকন), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক, পিকনিক কমিটির চেয়ারম্যান রাজ্জাক চোকদার প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। এ সময় অতিথিরা ছাড়াও বর্তমান ও সাবেক কর্মকর্তারা বক্তব্য রাখেন। অতিথিরা তাদের চমৎকার আয়োজনের জন্যে কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে এদিন সকাল ৯টা থেকে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা স্বপরিবারে উপস্থিত হতে থাকেন পিকনিক স্পটে। এ সময় সবাইকে এপিটাইজার পরিবেশন করা হয়। সংগঠনের অফিসিয়াল লগো খচিত টি-শার্ট প্রদান করা হয় সদস্যদের। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরই শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দেশীয় আমেজে দিনব্যাপী বনভোজনে ছিল মজাদার খাবার, বিভিন্ন খেলাধুলা, যাদু প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও আর্কষণীয় র্যাফেল ড্র।
আয়োজকরা জানান, পিকনিককে স্মরণীয় করে রাখার জন্য জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রাখা হয় ব্যতিক্রমী নানা সব কর্মসূচি। এর মধ্যে ছিল পুরুষদের প্রীতি ফুটবল খেলা, বিভিন্ন বয়সী শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা ইত্যাদি। ছিল বিশেষ যাদু প্রদর্শনীও।
অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি, অর্ণব, নতুন প্রজন্মের লিয়ানাসহ সংগঠনের সদস্যরা।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ মিলন মেলা। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথি, স্পন্সরসহ সদস্যরা।
বনভোজনে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা। সাফল্য কামনাসহ ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh