নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
‘পরিচ্ছন্ন সমাজ গড়তে ছোট্ট প্রচেষ্টা অনেক মূল্যবান। পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ’ এমন প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে গত ১০ আগস্ট জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্ক (জেবিএফএস) নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে ব্যতিক্রমী ক্লিনিং কার্যক্রমের আয়োজন করে।
প্রচণ্ড গরম উপেক্ষা করে এ কার্যক্রমে রাস্তা ও ফুটপাতের ময়লা, প্লাস্টিক, কাগজ, আলাদা জায়গায় ফেলা এবং গাছের পরিচর্যাসহ স্থানীয় পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সাধারণ মানুষকে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে উৎসাহ প্রদান করা হয়।
এ সময় ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সিটির আইন মেনে চলার উপর গুরুত্বারোপ এবং ময়লা-অবর্জনা ডাস্টবিনে ফেলারও অনুরোধ জানানো হয়। স্থানীয় ১৬৮ হিলসাইড এভিনিউ থেকে শুরু করে ১৭০ হিলসাইড এভিনিউ তথা লিটল বাংলাদেশ কর্নার পর্যন্ত রাস্তা পরিষ্কার করার মধ্য দিয়ে এই কার্যকমের সমাপ্তি ঘটে।
বিশেষ এই কার্যক্রমে সিটি কাউন্সিল ওমেন ডক্টর নাতাশা উইলিয়াম এবং ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ছদরুন নূর, রেজাউল করীম চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ-সভাপতি এএফ মিসবাহ উজ্জামান, সহ-সভাপতি এম কামরুল ইসলাম সনি, সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া, ইসমাইল হোসেন স্বপন, নওশাদ হায়দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, আমাদের ধর্মেই আছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যে কারণে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা এই আঞ্চলে থাকি, এই অঞ্চলকে আমাদেরই পরিষ্কার রাখতে হবে। যাতে অন্যান্য জাতি- গোষ্ঠি আমাদের থেকে শিখতে পারে।নাতাশা উইলিয়াম জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান এ ধরনের কর্মকাণ্ডের জন্য। তিনি এই ধরনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh