নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
প্রথম একক কনসার্টের সাফল্যের পর জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান আবারও আসছেন নিউইয়র্ক মাতাতে। ‘ঠিকানা প্রেজেন্টস প্রীতম হাসান নিউইয়র্ক নাইট, পাওয়ার্ড বাই রিভার’ শিরোনামে তার দ্বিতীয় একক কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৩ আগস্ট।
আয়োজকরা জানান, কনসার্টটি হবে নিউইয়র্কের দ্য স্পেস অ্যাট ওয়েস্টবেরি, ২৫০ পোস্ট অ্যাভিনিউ, ওয়েস্টবেরি, লং আইল্যান্ডে। প্রবাসী বাঙালিদের জন্য এটি হবে সঙ্গীত, আবেগ ও বিনোদনে ভরা এক সন্ধ্যা।
প্রীতম হাসান জানান, প্রথম কনসার্টে শ্রোতাদের ভালোবাসা তাকে নতুন আয়োজনের জন্য উদ্দীপ্ত করেছে। এবারের শোতে থাকছে তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি একাধিক নতুন গান, বিশেষ সঙ্গীত বিন্যাস, সরাসরি বাদ্যযন্ত্র পরিবেশনা ও দর্শকদের জন্য কিছু চমকপ্রদ আয়োজন।
আয়োজক দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার জামান মনির বলেন, ‘নিউইয়র্কের মঞ্চে প্রীতম হাসানের প্রতিটি পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে। আমরা চাই প্রবাসী সঙ্গীতপ্রেমীরা একসঙ্গে মেতে উঠুক গান ও আনন্দে ভরা এই রাতে।’
জ্যাকসন হাইটসের সোনার বাংলা সেলুন, জ্যামাইকার ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বোম্বে গ্রাফিক্স, এস্টোরিয়ার মারাকেশ রেস্টুরেন্ট, ওজোন পার্কের বেস্ট মাই ফ্লাইট অফিসে কনসার্টের টিকেট পাওয়া যাবে। এছাড়া www.bne.live লিংকে ক্লিক করেও টিকেট সংগ্রহ করা যাবে।
Posted ১২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh