নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
গত ২৬ জুলাই শনিবার, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সবুজ ছায়াঘেরা পরিবেশে নিউইয়র্কের George’s Island Park এ প্রবাসের সামাজিক সংগঠন গুলোর মধ্যে অন্যতম সংগঠন হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়ীয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্কের উদ্দ্যোগে বার্ষিক বনভোজন ও মিলনমেলা, ২০২৫ অনুষ্ঠিট হয়ে গেলো। উক্ত বনভোজনে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সংগঠন গুলোর নেতৃবৃন্দ সহ প্রবাসী ব্রাক্ষনবাড়ীয়াবাসী এবং কমিউনিটির সকল পরিবারবর্গ সহ প্রায় পাঁচ শতাধিক লোকের সমাগম ঘটে। বনভোজনে স্থানটি যেন ঐদিন একটি মিনি বাংলাদেশে পরিনত হয়েছিল। বনভোজন স্থানটি ছিল অত্যান্ত চমৎকার।
সকালের নাস্তা পর্ব শেষ হওয়ার সাথে সাথেই বনভোজনের প্রথম পর্ব শুরু হয়। এবারের বনভোজনের আহবায়ক ছিলেন প্রফেসর নোয়াব মিয়া, আহবায়কের শুভেচ্ছা বক্তব্যর পর কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইব্রাহিম খলিল মাদানী। তারপর উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। উল্লেখ্য যে, ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের এবং প্রবাসে ব্রাক্ষনবাড়ীয়ার যারা মৃত্যবরন করেছেন সকলের জন্য দোয়া পরিছালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল মাদানী।
এবারের বনভোজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের অত্যান্ত পরিছিত মুখ, আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন এর ডাইরেক্টর এর্টনী মঈন চৌধুরী । তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রধান উপদেষ্টা সাবেক সাংসদ সহিদুর রহমান, হাজী আবু মুসা খান, বিশিষ্ট ব্যবসায়ী শফি উদ্দিন কামাল, গিয়াস উদ্দিন ভূইয়া, মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন ভূইয়া (সিইও প্রভিডেন্ট এস্টেট) এবং মোঃ আমির হোসেন কামাল ( মার্কস হোম কেয়ার) তাছাড়া ও বনভোজনে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি রানা মোহাম্মদ আয়েজ, সাবেক সভাপতি সেলিম পাঠান, রাজু আহমেদ মোবারক, এইচ এম ইকবাল, আঃ হাকিম খান, সাধারন সম্পাদক বশির আহম্মেদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতির নেতৃবৃন্দ ফকরুল ইসলাম ও মোহাম্মদ মোয়াল্লেম, কসবা উপজেলা সমিতির সভাপতি মোঃ ফরহাদ উদ্দিন এবং সৈয়দ শওকত, নাদির আহমেদ আয়ুব এবং চট্টগ্রাম বিশ্ব্যবিদ্যালয়ের সাবেক সাধারন সম্পাদক এস এম ইকবাল ফারুক।
তারপর প্রধান অতিথি এটর্নী মঈন চৌধুরী এবং বনভোজন উপ-কমিটির আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া এবং কমিউনিটির রেত্ববৃন্দ বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথি কমিউনিটির তথা প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারপর বিশেষ অতিথিবৃন্দসহ বনভোজনের প্রধান সম্বয়কারী আইয়ুব চৌধুরী হারুর, সহ সম্বনয়কারী মোঃ রইজ উদ্দিন সম্বনয়কারী মোহাম্মদ শাহ মোয়াজ্জেম সহ অন্যান্য অথিতিবৃন্দ বক্তব্য রাখেন।
তারপর শুরু হয বালক বালিকাদের খেলাধুলা প্রতিযোগিতা, খেলাধুলা পর্বে ছিল বালক/বালিকাদের দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সঝো এবং মহিলাদের বালিশ প্রতিযোগিতা, খেলাধুলার মধ্যেই চলছিল নিউইয়র্কের অত্যন্ত পরিচিত ২ জন শিল্পী জহির টিপু ও নিপা জামানের সঙ্গীত পরিবেশন। তাদের সাথে আরো অতিথি শিল্পীরা ও সঙ্গীত পরিবেশন করেন। অতিথি শিল্পি হিসেবে ছিলেন হাসান মাহমুদ ও রাজু আহমেদ মোবরক। আর সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন কমিউনিটির সাধারন সম্পাদক মোঃ সাকিরুল ইসলাম খান এবং উনি নিজেও সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্বে আরো সহযোগিতা করেন সদস্য সচিব শাহীনুর রহমান সানি।
তারপর দুপুরে দেড়টায় নামাজের জন্য বিরতি দেওয়া হয়। নামাজের পর পর দুপুর ২টায় বনভোজনের প্রধান আকর্ষন দুপুরের খাবার পরিবেশনের পক্রিয়া শুরু হয়। খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন রেজা-ই রাব্বি, মোহাম্মদ ছাদেক, মোঃ এমরান খান, মারুফুল হক চৌধুরী, এস এম বাহাদুর, এনমুল হক ভূইয়া, নাইম মিয়া, জাহাঙ্গীর আলম, শাহাবুদ্দিন আলম (মামুু) এক কে এম এমরানুল হক, তাজুল ইসলাম, মোঃ সুমন মিয়া, আলমগীর হোসেন ও জাকির হোসেন প্রমুখ,
বনভোজনের অত্যন্ত আকষর্নীয় প্রতিযোগিতা বালিশ খেলা শুরু হয় দুপুর ৪ ঘটিকায়। বিপুল সংখ্যক মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বালিশ খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহ মোয়াজ্জেম, আইয়ুব চৌধুরী হারুন, নাজির আহমেদ চৌধুরী, শাহীনুর রহমান মানি ও মারুফ চৌধুরী বালিশ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মিসেস লিমা।
সব শেষে শুরু হয় র্যাফেল ড্র প্রতিযোগিতা। র্যাফেল ড্র প্রতিযোগিতায় ১৩ টি পুরুস্কার ছিল। প্রথম পুরুস্কার ছিল স্বর্নালংকার সেট। র্যাফেল ড্র প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার বিজয়ী হন সজিব মিয়া। র্যাফেল ড্র প্রতিযোগিতা পরিচালনা করেন কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার স্বপন, সাধারন সম্পাদক মোঃ সাকিরুল ইসলাম খাঁন, মোঃ তুহিন মিয়া ও হুমায়ুন চৌধুরী।
র্যাফেল ড্র প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথেই শুরু পুরুস্কার বিতরনী পর্ব। বনভোজনে উপস্থিত সকল বিশেষ অতিথি বৃন্দ ও কমিউনিটির উপদেষ্ঠা মন্ডলী এবং বনভোজন আহবায়ক কমিটির সদস্য দেরকে দিয়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। পুরুস্কার বিতরনী আনুষ্ঠান পরিচালনা কররেন আহবায়ক প্রফেসর নোয়াব মিয়া, প্রধান সমন্বয়কারী আইয়ুব চৌধুরী হারুন। সবশেষে সংগঠনের সভাপতি জনাব আনোয়ার হোসেন তালুকদার স্বপন বনভোজনে উপস্থিত হয়ে এবারের বনভোজন ও মিলনমেলাকে সফল করায় সকল অতিথি বৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বনভোজন অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh