বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্বাগতম নববর্ষ-২০২৩

  |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

স্বাগতম নববর্ষ-২০২৩

কালের কলস থেকে গড়িয়ে গেলো আরো একটি বছর। আর মাত্র দু’দিন পরই শুরু হবে ইংরেজী নতুন বর্ষ-২০২৩। বিদায়ী বর্ষ ২০২২ নানা কারণেই ছিলো অত্যন্ত ঘটনা বহুল। এসময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটেছে অনেক আনন্দ ও দুঃখময় ঘটনা। বিশ্ব হারিয়েছে অনেক বরণীয় ব্যক্তিত্ব। যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই ও দুর্ঘটনায় যেমন ঘটেছে ব্যাপক প্রাণহানি তেমনি নতুন তথ্য প্রযুক্তি ও উদ্ভাবন জাগিয়ে তুলেছে অবারিত নতুন সম্ভাবনা।

বিদায়ী বছরে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে বড় হয়ে দেখা দেয় মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি। টানা প্রায় তিন বছর ধরে চলমান করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতে না উঠতেই জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে অর্থনৈতিক মন্দার। বাংলাদেশের অর্থনৈতিক মন্দার পাশাপাশি দেখা দেয় রাজনৈতিক অস্থিরতা। দীর্ঘ দিন পর চাঙ্গা হয়ে উঠে বিরোধী রাজনীতি। বছরের শেষ দিকে এসে নতুন মোড় নেয় রাজনীতির ধারা। বিশেষ করে বিএনপি গণসমাবেশ ঘিরে সরকার ও বিরোধী দলের মুুখোমুখি অবস্থান গড়ায় সংঘাতে। প্রাণহানিও ঘটে বিভিন্ন স্থানে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন বছরে রাজপথের রাজনীতি আরো সংঘাতময় হয়ে উঠতে পারে এমন সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে ক্রমেই।


সবকিছু মিলে বাংলাদেশের আর্থিক খাতে অনিশ্চয়তা, বিপর্যয়, সংগ্রাম এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টার বছর ২০২২। করোনার ছোবল থেকে অর্থনীতি উত্তরণের বার্তা নিয়ে যার শুরু, রুশ-ইউক্রেন যুদ্ধে তা অনিশ্চয়তার বছরে পরিণত হয়। ২০২২ এ নজিরবিহীন ডলার ও রিজার্ভ সংকটে পড়ে বাংলাদেশ। এবছর বেড়েছে অর্থ পাচার, খেলাপি ঋণ ও গুজব। ব্যাংকিং খাতে অস্থিরতা ও অনিয়মের ঘটনা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। ভয়াবহ চাপ পড়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। বছরের মাঝমাঝি হু হু করে কমতে থাকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৬ বিলিয়ন থেকে নেমে বছর শেষে হয়েছে ৩৩ বিলিয়ন ডলার।রিজার্ভে টান পড়ায় সৃষ্টি হয় চরম ডলার সংকট। ৮৫ টাকার ডলার ওঠে ১২০ টাকায়। যুক্তরাষ্ট্রও বিদায়ী বছরে পড়ে ভয়াবহ মূল্যস্ফীতির কবলে। যা ছিলো বিগত ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ। ট্রাম্প প্রশাসনের রেখে যাওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক অব্যবস্থপনায় শৃংখলা ফিরিয়ে আনেন প্রেসিডেন্ট বাইডেন। এসময় প্রবাসী বাংলাদেশীদের সামাজিক জীবন ছিলো নানাবিধ ঘটনায় পরিপূর্ণ।

অপরদিকে ২০২২ সালে বিশ্ব রাজনীতিতে দেখা গেছে নতুন বাঁক । বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছাড়িয়েছে এবছর। ১৮০৩ সালে বিশ্ব ১ বিলিয়ন মানুষের প্রথম মাইলফলকে পৌঁছেছিল। ২০০ বছর পরে ১৫ নভেম্বর বিশ্বে মানুষ ৮ বিলিয়ন ছাড়িয়ে গেছে। বছরজুড়ে ঘটেছে বিশ্বব্যাপী বড় রাজনৈতিক ঘটনা, যা বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন রূপ দিয়েছে। এছাড়া বিদায়ী বছর দাগ কেটেছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু, ইরানের বিক্ষোভ, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি, ব্রিটেন, পাকিস্তান ও শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্থান পতনের নানান ঘটনা।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির এক পর্যায়ে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে বসে প্রতিবেশী দেশ রাশিয়া। এতে উভয় পক্ষের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট। ব্রিটিশ রাজনীতিতে অস্থিরতায় একজন প্রধানমন্ত্রীর কার্যকাল যখন অল্প সময়েই শেষ হয়ে যায়, তখন এটি কোনো দেশের জন্যই ভালো নয়। তবে ২০২২ সালে যুক্তরাজ্যে দেখা গেছে এমন পরিস্থিতি। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও বন্যা দেশটিকে ফেলে বিপর্যয়ের মুখে। এ বছরের এপ্রিলে পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট ও রাজাপাকসে পরিবারের পতন ঘটে বেশ কয়েক বছরের অব্যবস্থাপনা, দুর্নীতি, অদূরদর্শী নীতিনির্ধারণ ও সুশাসনের সামগ্রিক অভাবের কারণে। এই বছর সবচেয়ে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসকরা। সরকারবিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল সেপ্টেম্বরে।

আমরা মনে করি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে। নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে সবার জন্য রাজনীতিতে সৃষ্টি করতে হবে সমান সুযোগ। নববর্ষে গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় হোক সকল বাংলাদেশীর। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অফুরান সুখ ও সমৃদ্ধি। শুভ নববর্ষ।


advertisement

Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদকীয়
সম্পাদকীয়

(4041 বার পঠিত)

সম্পাদকীয়
সম্পাদকীয়

(1257 বার পঠিত)

সম্পাদকীয়

(852 বার পঠিত)

সম্পাদকীয়
সম্পাদকীয়

(823 বার পঠিত)

সম্পাদকীয়

(807 বার পঠিত)

সম্পাদকীয়

(749 বার পঠিত)

বিদায় ২০২০ সাল
বিদায় ২০২০ সাল

(710 বার পঠিত)

ঈদ মোবারক
ঈদ মোবারক

(634 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.