শনিবার, ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ট্রাম্পের স্বৈরাচারী আচরণ

  |   বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

ট্রাম্পের স্বৈরাচারী আচরণ

বিশ্বের স্বৈরশাসকদের মতো ক্ষমতা ধরে রাখতে নজিরবিহিন আচরণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি আশ্রয় নিচ্ছেন সব ধরণের প্রতারণা ও অনৈতিকতার। ধূলোয় মিশিয়ে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সোয়া দু’শ বছরের গণতান্ত্রিক ইতিহাস-ঐতিহ্য। বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলেছেন দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি। ক্ষমতালোভী এ মানুষটিকে নিয়ে এখন বিদ্রুপ বাহাস করছে গোটা বিশ্ববাসী। ট্রাম্পকে নিয়ে তার নিজ দল রিপাবলিকান নেতৃবৃন্দও বিব্রত। গোটা দেশটাকে তিনি করে তুলেছেন অস্থিতিশীল। জাতিকে স্পষ্টত তিনি করেছেন দ্বিধাবিভক্ত। “ওয়ান ন্যাশন আন্ডার দ্য গড” কথাটি অসার প্রমাণের চেষ্টা রয়েছে তার কর্মকান্ডের মাঝে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের প্রবক্তা ট্রাম্প কার্যত উসকে দিয়েছেন ভয়ংকর বর্ণবাদী বিদ্বেষ। বিগত চার বছর তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একে একে যে সকল সমস্যার সৃষ্টি করেছেন তা দেশটার জন্য মর্যাদা হানিকর। মানবিক মর্যাদা বোধও বিনষ্ট করেছেন ট্রাম্প। রাষ্ট্রের কল্যাণের চেয়ে তার ব্যক্তিগত এবং পারিবারিক স্বার্থের বিষয়টি অধিকতর অগ্রাধিকার পেয়েছে তার আচরণে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অযোগ্য ও অনৈতিক মূল্যবোধহীন প্রেসিডেন্ট কখনো আসেনি। সোজা সাপ্টা বলতে গেলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে সর্বশেষ জনমত জরীপে উঠে এসেছে। কোন প্রেসিডেন্ট বিদায় নেয়ার পূর্বে যুক্তরাষ্ট্রে রেওয়াজ আছে তার কার্যকলাপ এবং জনপ্রিয়তা যাচাইয়ের। সেদিক থেকে ট্রাম্পের রেটিং সবচেয়ে তলানীতে। তার সম্পর্কে সাধারণ আমেরিকানদের ধারণা অত্যন্ত নেতিবাচক। যার কাছাকাছিও নেই অতীতের কোন প্রেসিডেন্ট।

দেশ ও জাতির জন্য অত্যন্ত বিপদজনক এ ব্যক্তিটি গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো-বাইডেনের নিকট হেরে যাওয়ার পরও ক্ষমতা ধরে রাখার সবধরণের ফন্দি ফিকির করছেন। হেন কোন অনৈতিক, অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থি কুটচাল নেই যা তিনি চালতে বাকি রেখেছেন। মরিয়া হয়ে উঠেছেন তিনি ক্ষমতা ধরে রেখে হোয়াইট হাউজ না ছাড়ার। নির্বাচনের অনেক আগে থেকেই আঁচ করা যাচ্ছিল পরাজিত হলে ট্রাম্প সহজে ক্ষমতা হস্তান্তর করবেন না। তার ধারণা ছিলো নির্বাচনে সুনিশ্চিতভাবে বিজয়ী হবেন। সেভাবেই সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগে করেন তড়িঘড়ি। হোয়াইট হাউজে সহ বিভিন্ন ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেন। ২০১৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পরপর অনেকগুলো বিতর্কিত সিদ্ধান্ত নেন ট্রাম্প। প্রথম দিকে তার পছন্দনীয় ব্যক্তিদেরকে প্রশাসনের উচ্চপদে আসীন করলেও ট্রাম্পের একগুয়েমি ও অসদারচরণের কারণে এক এক করে অনেক কর্মকর্তা ছেড়ে যান তাকে। সাম্প্রতিক নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর নিয়ে তালবাহানা শুরু করলে হোয়াইট হাউজ ছেড়েছেন অনেকেই। নির্বাচনে দেশের জনগণ তাকে লাল কার্ড দেখিয়েছেন। ইলেকটোরাল কলেজ ভোটে বড় ধরণের ব্যবধানে হেরেছেন তিনি। কিন্তু নাছোড় এ বান্দা কিছুতেই চাচ্ছেন না ক্ষমতা ছাড়তে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক রীতি ও ঐতিহ্য বরখেলাপ করে জো-বাইডেনকে অভিনন্দন জানাননি ট্রাম্প। উল্টো নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে বিভিন্ন রাজ্যে আদালতে মামলা ঠুকে দেন। আপ্রাণ চেষ্টা চালান প্রকাশিত ফলাফল বানচালের। বেশ কয়েকটি রাজ্যের আদলত ট্্রাম্পের পক্ষ থেকে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ইতোমধ্যে। এ নিয়ে সুপ্রীম কোর্ট পর্যন্ত গিয়েছেন তার আইনজীবীরা। সেখান থেকেও ব্যর্থ হয়েছেন কয়েক দফা। নির্বাচনে জালিয়াতি ও ভোটচুরির কাল্পনিক অভিযোগ উত্থাপন করে রাস্তায় নামিয়েছেন তার সমর্থকদেরকে। রাজধানী ওয়াশিংটনে মহা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছেন তার উগ্র সমর্থকরা।

রাজ্যগুলোর রাজধানীতে ইলেকটোরাল কলেজ ভোট গণনার দিন অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ফলাফল তার পক্ষে নেয়ার চেষ্টা করেছেন। বলাবাহুল্য তাতেও ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এ ঘটনার পর তার দলের শীর্ষ নেতৃবৃন্দ ট্রাম্পের পক্ষ ত্যাগ করে জো বাইডেনকে অভিনন্দিত করেছেন। এদের মধ্যে রয়েছেন সিনেটের রিপাবলিকান মেজরিটি লীডার। বলতে গেলে ট্রাম্পের দুর্গ এখন জন মনুষ্যহীন। তারপরও থেমে নেই তিনি। ফন্দি আঁটছেন আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে অনুষ্ঠেয় ইলেকটোরাল কলেজ ভোট গণনার চূড়ান্ত ফলাফল পাল্টে দিতে। এজন্য নানাধরণের অপকৌশল অবলম্বণের চেষ্টায় আছেন ট্রাম্প। এই অপচেষ্টায় সফল হওয়ার কোন সুযোগ নেই জেনেও এমনটি করছেন তিনি। আগামী ২০জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন জো-বাইডেন। তার আগে সামরিক হস্তক্ষেপের হুমকি এবং অভিষেকের দিন পাল্টা সমাবেশের আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প ভালোভাবেই জানেন ক্ষমতার মোহ ত্যাগ করে হোয়াইট হাউজ তাকে ছাড়তেই হবে। সে বিষয়টিও লক্ষ্যণীয়। গত কয়েকদিনে ৮০ জনকে নিজ ক্ষমতাবলে ক্ষমা করেছেন ট্রাম্প। রাশিয়া প্রেমিক একমাত্র প্রেসিডেন্টের শেষ সময়েও দেশটি হানা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার সিস্টেমে। তারপরও ট্রাম্প এসব ঘটনার সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন দাগী আসামীদেরকে বিনা বিচারে ঢালাওভাবে মাফ করে দিচ্ছেন। ইমিগ্র্যান্টদেরকে সীমাহীন দুর্ভোগে ফেলেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে প্রমাণ রেখেছেন ব্যর্থতার। এমন একজন প্রেসিডেন্টের হাতে যুক্তরাষ্ট্রের জনগণ নিরাপদ নন। আমরা আশাবাদী বিলম্বে হলেও তার মাঝে শুভ বুদ্ধির উদ্রেক হবে। সসম্মানে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদকীয়
সম্পাদকীয়

(4453 বার পঠিত)

সম্পাদকীয়
সম্পাদকীয়

(1312 বার পঠিত)

সম্পাদকীয়

(921 বার পঠিত)

সম্পাদকীয়
সম্পাদকীয়

(886 বার পঠিত)

সম্পাদকীয়

(867 বার পঠিত)

সম্পাদকীয়

(809 বার পঠিত)

বিদায় ২০২০ সাল
বিদায় ২০২০ সাল

(759 বার পঠিত)

ঈদ মোবারক
ঈদ মোবারক

(699 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.