শনিবার, ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বায়োনিক জগতে পদচারণে জনস্বাস্থ্য নীতিমালা

ড. আশরাফ উদ্দিন আহমেদ :   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

বায়োনিক জগতে পদচারণে জনস্বাস্থ্য নীতিমালা

সম্প্রতি এক ঘরোয়া পার্টিতে জনৈক ভাসকুলার সার্জন আমার স্বাস্থ্য এ বয়সে কেমন যাচ্ছে জানতে চাইলে তাকে সবিস্তারে বয়ান করি। আমার সাধারণ জ্ঞান উৎসারিত কথাবার্তায় তার সন্তুষ্টি আসেনি । তিনি আমার স্ত্রী, যিনি পেশায় ডাক্তার তাকে ডেকে আনেন। বিশেষজ্ঞ ভাষার দু’জনের আলাপ হলে তিনি আমাকে বলেন আমি যে সমস্ত স্বাস্থ্যগত সমস্যা মোকাবেলা করে এ বয়সে পৌঁছে গেছি তা আমাকে বায়োনিক পর্যায়ে নিয়ে এসেছে। এ ঘটনার অনেক পূর্বে ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ওপেন হার্ট সার্জারী হলে একজন সুধীজন বাঙালি কার্ডিয়োলজিষ্ট আমাকে দেখতে আসেন ।

পেশাজগতে বেশ সিরিয়াস হিসেবে তিনি পরিচিত। তাই তিনি যখন অবলীলাক্রমে বললেন যে এ জটিল সার্জারী এবং অনুসঙ্গ হিসেবে গুটিকয় প্রসিডিউর আমার আয়ুষ্কাল নিশ্চিতভাবে বৃদ্ধি করে ১০৩ বছরে নিয়ে গেছে। অবাক বিস্ময়ে আমি হতবাক হয়ে যাই এবং মনে মনে আস্তাগফুরাল্লাহ আওড়াই। এই দুই বিশেষজ্ঞ আমার মনোবল বাড়াতেই এমন বলেছেন বুঝতে অসুবিধে হয়নি, তবে বায়োনিক বিশেষণ শুনে এ বিষয়টি জানতে একধরণের উৎসুক্যের জন্ম দিয়েছে ।

ফরাসি দার্শনিক রুশো প্রকৃতি থেকে শিক্ষা নিতে বলেছেন । তার মানস সন্তান এমিলিকে তিনি বাধা-বন্ধনহীন ভাবে প্রকৃতিতে ছেড়ে দিতে বলেছেন । সে শিক্ষা, স্বাস্হ্য পরিচর্যায় ইত্যোকার সর্ববিধ প্রয়োজনে প্রকৃতির কাছে হাত বাড়াবে। ঠেকে শিখবে এবং একসময়ে ধ্বনত্বরি শিক্ষক, চিকিৎসক, পরিবেশবিদ ইত্যোকার বিষয়ে পারদর্শী হবে। ‘বায়োনিক’ ধারণাটি স্টিলীর (Steele) মতে প্রকৃতি থেকে সঞ্চালিত ।

তিনি বলেন, Bionic is a science of systems which have some function copied from nature, or which represent characteristics of natural systems (see Wikipedia). উল্লেখ্য যে ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’ খ্যাত স্টীভ অষ্টিন এবং তার অনুসারীগণ বায়োনিক ধারণাটিকে শুধু ব্যাপকভাবে জনপ্রিয়ই করেননি এর ব্যাবহারিক ব্যাপ্তি বিশ্বময় ছড়িয়ে দিতে সাহায্য করেছেন। মেগাম্যান কাহিনীসমূহ বা লিজেন্ডস্ আজকাল দারুণ জনপ্রিয়। এর জনক ক্যাপকার্ন (CapCern) বায়োনিক কমান্ড, ষ্ট্রীট ফাইটার এক্স টেকেন(X Tekken, অনিমোসা-৩ এবং ডেমন লিজ)সহ আরো অনেক গেমস্ এখন সহজলভ্য এবং কিশোর কিশোরী ও টিন এজারদের কাছে খুবই জনপ্রিয়। শুনতে অবাক লাগে কিন্তু জলজ্যান্ত সত্যি ইউক্রেনের রাজধানী কিয়েভে বায়োনিক ধারণাপুষ্ট টেকনোলজি কোম্পানিজ ডেভলাপমেন্ট সেন্টার, বায়োনিক বিশ্ববিদ্যালয় ছাড়াও দুটো হাই-টেক ল্যাবেরেটরিজ আছে। বিশেষজ্ঞ ভাসকুলার সার্জন সুহৃদ হিসেবে আমাকে “বায়োনিক” সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করে মানসিক ভাবে উদ্দীপ্ত করেছেন ঠিকই তবে যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য নীতিমালা তা তেমন সমর্থন করবে বলে মনে হয় না।

বায়োনিক পর্য্যায়ে পৌঁছার ধারণার সাথে প্রচলিত স্বাস্হ্য সেবা বা পরিচর্যা নীতিমালার হৃদতাপূর্ণ সহাবস্হান অবশ্যই প্রয়োজন। স্বাস্হ্য বিষয়ক গণসচেতনা এবং অবাধ স্বাস্হ্য সেবা সকল স্তরের নাগরিকদের আয়ুষ্কাল বৃদ্ধির প্রধান উপায়। স্বাস্থ্য খাতে সম্পদ বরাদ্দ বৃদ্ধি পেলে চিকিৎসা সেবা, পুষ্টি সম্মত খাবার এসব মানুষের আয়ত্তে আসবে ।

স্বাভাবিক ভাবেই মানুষের গডপডতা আয়ুষ্কাল বেডে যাবে। যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য্য সেবা ব্যবস্থা যথেষ্ট উন্নত তবে গড়পড়তা আয়ুষ্কাল উন্নত বেশ কিছু দেশের তুলনায় কম । রাষ্ট্রীয়, ষ্টেট এবং স্থানীয় স্তরসমূহের মধ্যে সম্পদ যোগান এবং বিতরণে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার মাধ্যমে স্বাস্থ্য সেবা উন্নততর করতে পারলে সুস্হ দেহ মন নিয়ে মানুষ বর্তমান সময়ের তুলনায় অধিকতর দীর্ঘজীবী হবে। ভাগ্যবান বায়োনিক কাতারে আমরা পৌঁছার অসাধ্য বাসনা ধারণ করে স্বাস্হ্য সুরক্ষায় যত্নশীল হলে আয়ুষ্কাল নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে।

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(8344 বার পঠিত)

স্মরণে যাতনা
স্মরণে যাতনা

(1558 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1335 বার পঠিত)

আত্মঅহমিকা
আত্মঅহমিকা

(1036 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.