শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রেসিডেন্ট ডে ভাবনা ও ২০২৪ নির্বাচন

ড. আশরাফ উদ্দিন আহমেদ   |   শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

প্রেসিডেন্ট ডে ভাবনা ও ২০২৪ নির্বাচন

সাধারণত ফেব্রুয়ারী মাসের তৃতীয় সপ্তাহের সোমবার দিন আমেরিকার প্রেসিডেন্ট ডে পালন করার রেওয়াজ ১৮০০ সাল থেকে পালিত হয়ে আসছে । প্রথম দিকে বেসরকারি ভাবে পালিত হতো। ১৮৭৯ সালে সিনেটর স্পেপেন ওয়াল্লাস দর্র্সে (Spepen Wallace Dorssey) প্রস্থাব করলে এবং প্রেসিডেন্ট হেইস (President Rutherford Hayes) আইনে পরিণত করলে দিনটি সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জন্মদিন পালন ও একই দিনে উদযাপন করার সিদ্ধান্ত হয়। একজন হলেন জাতির পিতা এবং গৃহযুদ্ধ ও আমেরিকান রেভ্যুলিউশনার‍ী ওয়ারে প্রথম কাতারের সেনাপতি ও কমান্ডার এর দায়িত্ব পালন করেন । আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে ১৭৮৯ থেকে ১৭৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন । আমেরিকান সিভিল ওয়ার ১৮৬১-১৮১৮৬৫ সময়কালীন কমান্ডার ইন চীফ এবং দাস প্রথা বা স্লেভারি বাতিল করেন । উল্লেখিত দু’জন ক্ষণজন্মা নেতা, দূরদর্শী ও সাহসী প্রেসিডেন্ট আমেরিকার ইতিহাসে সততা, অতি উচ্চমানের নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা, সদাসর্বদা সত্য এবং স্পষ্ট কথা বলা, সবকিছুর উপরে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণ কামনা ও সাধন, ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার- এমন সব মূল্যবোধ ও আদর্শ রেখে গেছেন । ২০২৪ নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী নেতাদের মধ্যে এসব গুণাবলীর তেমন উপস্থিতি দেখা যায় না ।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় যে এ পর্যন্ত যে ৪৫ জন আমেরিকার প্রেসিডেন্ট পদে সমাসীন ছিলেন তাদের মধ্যে সর্ব নিম্নে স্থান পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেন তালিকার ১৪ তম স্থানে অধিষ্ঠিত যা তাকে উইলসন এবং রিগ্যান এর এক ধাপ উপরে জায়গা দিয়েছে (দেখুন, Steve Benen, New rankings offer bad news for Trump, good news for Obama, Biden, MSNBC, Feb. 19, 2024)। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, প্রেসিডেন্টদের তালিকায় জনপ্রিয়তা ও অন্যান্য অর্জনের নিরিখে প্রাক্তণ প্রেসিডেন্ট ট্রাম্প সর্ব নিম্ন অবস্থানে থেকে ও ২০২৪ নির্বাচনে জো বাইডেনের চেয়ে সামান্য পয়েন্টে হলেও এগিয়ে থাকেন কীভাবে; বিশেষত যখন তার বিরুদ্ধে ইতিমধ্যেই ৪০০ মিলিয়ন ডলারের ও বেশী জরিমানা হয়েছে। চারটি ক্রিমিনাল মামলাসহ অন্যান্য বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নব্বইটির মত মামলা ঝুলে আছে তার বিরুদ্ধে। তিনি তার বিরুদ্ধে আনীত সবগুলো অভিযোগ অস্বীকার করে মামলা প্রক্রিয়া বিলম্বিত করতে আপ্রাণ চেষ্টা করছেন। ট্রাম্প আশা করছেন যে, তার মেয়াদকালে যেসব বিচারপতি সুপ্রীম কোর্টে নিয়োগ পেয়েছেন তাদের সহায়তায় ফৌজদারি অপরাধজনিত মামলাগুলো নির্বাচন শেষ না হওয়া অবধি পেছানো সম্ভব। এমনটি হলে প্রেসিডেন্ট হয়ে তিনি নিজেই নিজেকে মার্জনা করে দিবেন ।
স্বভাব, চরিত্র ট্রাম্পের পক্ষে গুণগান করার মত তেমন কিছু খুঁজে বের করা কঠিন । অর্থলিপ্সা, নারীঘটিত কেলেঙ্কারি সহ অনেক ঘটনা তাঁর জীবনে প্রচুর ঘটেছে । আদালতে এ নিয়ে রায়ে তিনি দোষী সাব্যস্থ হয়ে বিপুল অঙ্কের জরিমানা পরিশোধ করতে হবে এমন অবস্থায় আছেন । আপিল করে যাচ্ছেন সমানে। পর্ণো অভিনেত্রীর মামলা শীঘ্রই কোর্টে আসছে। সাহিত্যিক ই জে ক্যারল যৌন নিপীড়ন মামলায় ২০২৩ সালের এক রায়ে ৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। আবার ২০২৪ জানুয়ারি মাসে আরো একটি মামলায় ৮৩.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় হহেছে। মজার ব্যাপার হলো, সিভিল কেসগুলোতে প্রায় অর্ধ বিলিয়ন ডলার
জরিমানা হওয়ার পরপরই প্রাক্তন প্রেসিডেন্ট ফান্ড রেইজিং এর জন্য সুবিদিত কৌশলের সাথে সোনালি জুতো, সুগন্ধি দ্রব্যাদি, ইত্যাদি ট্র্যাম্প ব্রান্ড বাজারজাত করা শুরু করেছেন। মামলায় খরচের অর্থ তিনি তুলে নিয়ে ইলেকশন ফান্ডগুলোতে প্রচুর পরিমাণ অর্থ জমা করবেন। অবশ্য তাঁর সমর্থকদের মধ্যেে ২০২৪ নির্বাচনের জন্য প্রচুর অর্থ সংগ্রহ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কেউ কেউ তাঁর ছেলের বুকে রিপাবলিকান ন্যাশনাল কাউন্সিলে ঢোকানোর পায়তারাকে ভাল চোখে দেখছেন না; যেমন এ সময়ে সংগঠনটির সবচেয়ে উঁচু পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন আনয়নকে ও সুনজরে দেখছেন না। রিপাবলিকান দলের অনেকে মনে করেন প্রার্থী হিসেবে ট্রাম্পের চেয়ে নিকি হেইলি প্রেসিডেন্ট বাইডেনের জন্য বিপদজনক হবেন।


advertisement

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(6289 বার পঠিত)

স্মরণে যাতনা
স্মরণে যাতনা

(1309 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1154 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.