রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সুন্দর দেশ মরক্কো

আশরাফ উদ্দিন আহমেদ   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

সুন্দর দেশ মরক্কো

(দ্বিতীয় পর্ব)

ফেজ নগরী : মরক্কো বেড়াতে যাবো শুনে আমার ভাই বলেছিলেন যে দেশটা খুব সুন্দর । দেখে আসার পর লিখতে বসে শিরোনাম কি দেব এ সমস্যার সমাধানে তাই নির্দ্ধিধায় ভাইয়ের বলা বিশেষণটির ব্যবহার যথাযথ মনে হয়েছে। ‘সুন্দর দেশ মরক্কো’র এ পর্বে সংক্ষেপে ফেজ নগরী নিয়ে কিছু লিখবো। ফেজ একটি সুপ্রাচীন নগর। বলতে গেলে মরক্কোতে মুসলিম শাসনের প্রারম্ভিক যুগে ফেজ নগরীর পত্তন হয়। ৭৮৯ সালে ইদ্রিসি রাজবংশ প্রতিষ্ঠিত হলে রাজধানী শহর হিসেবে ফেজ মেদিনাকে নির্বাচন করা হয়। এ কারণে মর্যাদাপূর্ণ নগরী হিসেবে অচিরেই শহরটি উত্তর আফ্রিকা, সাহারা অঞ্চল, আন্দালুশিয়া (পর্তুগাল ও স্পেন) এবং আরব বিশ্বে ব্যাপক পরিচিতি পায় । জাওহার, যাকে বর্তমানে ফেজ নদী বলা হয়, তার দক্ষিণপূর্বে মেদীনাতুন ফেজ অবস্থিত। নদীর উত্তর তীরে ও ফরাসি আধিপত্যের সময়ে একটি সুদৃশ্য নগরী গড়ে উঠে । তবে, মরক্কোর আপামর বাসিন্দা – বার্বার, উত্তর আফ্রিকার বিভিন্ন জনপদ, সাহারা অঞ্চল এবং আরব থেকে আসা অভিবাসী সকলের কাছেই আল মেদিনাতুন ফেজের আকর্ষণ অটুট ছিল বরাবরই ।


মেদিনাতে বাড়িঘর বা আবাস নির্মাণে আবশ্যিকভাবে মেদিনা বা দেয়াল ঘেরা টাউন টাউনে কতকগুলো নিয়ম-কানুন প্রচলন ছিলো প্রাচীনকাল থেকেই যাকে ‘জার’ নামে অভিহিত করা হয়। মেদিনাগুলোতে এখনো তা বলবৎ আছে। গর্বের সাথে বাসিন্দারা নিয়মগুলো মেনে চলে। ফেজ নগরীতে দু’টো মেদিনা আছে। প্রথমটি ফেজ আল-বালি যা নাকি পৃথিবীর সবচেয়ে বৃহৎ আকারের দেয়াল বেষ্টনি আবৃত আবাসস্থল। অন্যটি হলো ফেজ জিদিদ । প্রথমোক্তটিতে আমাদের হোটেল রিয়াদ ফেজ অবস্থিত ছিল বলে আমরা অনেকবার আঁকাবাঁকা সরু গলি পথে আসা-যাওয়া করেছি। মোটর গাড়ি প্রবেশের মত প্রশস্ত নয়। তবে গলিপথগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পুরানো ঢাকার গলিগুলোর মত মলমূত্রে ভরপূর অস্বাস্থ্যকর তেমন নয়। প্রতিটি গলির দু’পাশে নিরবিচ্ছিন্নভাবে একই ধাঁচের ঘর-বাড়ি । বাডীর নীচতলায় দোকানের উপস্থিতি চোখে পড়ে । সুদৃশ্য মজবুত দরোজা প্রতিটি বাড়ীর বৈশিষ্ট্য । প্রথম দেখলে অতি সাধারণ মনে হলেও ভেতরে পা দিলে কারুকাজ করা সৌন্দর্যমন্ডিত দামী আসবাব-পত্রে সাজানো বৈঠক খানা বা দোকান, রেষ্টুরেন্ট দেখলে অবাক হতে হয়। যে পাঁচ-সাতটা দেখেছি তাতে অভ্যন্তরের স্থাপত্য শৈলীর সমাবেশ দেখে বিমোহিত হয়েছি।

ফেজ নগরী ৭৮৯ সালে ইদ্রিসির রাজত্বকালে নির্মাণ করা হয়। ১২০ বর্গমাইল আয়তনের ফেজ মরক্কোর দ্বিতীয় বৃহত্তম নগরী । এর বর্তমান জনসংখ্যা ১,১১২,০৭২ যার অধিকাংশই দু’টো মেদিনা , ফ্রেন্স কোয়ার্টার ব আধুনিক নগর অংশ (ভিলা নভেলী) এবং ইহুদি বসতি (যা মেল্লা নামে পরিচিত) এ কটি অংশে বাস করে। আধুনিক নগরী পাহাড়ের পাদদেশে সুরম্য রাজপ্রাসাদ এবং দুর্গকে কেন্দ্র করে গড়ে উঠেছে । প্রতিনিয়তই নাকি সম্প্রসারিত হচ্ছে। ইহুদি কোয়ার্টার এর পাশেই। এ সম্প্রদায়ের নিরাপত্তা বিধান, এদের ব্যবসা-বাণিজ্য, বিশেষত স্বর্ণ ও মনি-মুক্তার দোকানগুলোর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এ অংশ রয়েছে সুপরিকল্পিত দৃষ্টিনন্দিত বাগান ।


ফেজ দিদিদ ১২৭৬ সালে মেরেডিন সুলতান আবু ইউসুফ নির্মিত রাজপ্রাসাদকে কেন্দ্র করে গড়ে উঠে । এক পর্য্যায় দু মেদিনার মধ্যেকার সম্পর্কে অবনতি ঘটলে আল মুরাবিডদের শাসনের সময় দু’টিকে একত্রিত করে দেয়ালবন্দি করা হয় । সম্প্রীতি স্থাপনের এই অভাবনীয় কৌশল কাজে লেগেছে বলেই মনে হয় কারণ পরবর্তীতে এদের মধ্যে ঝগড়া-ফ্যাসাদ , মার-দাঙ্গা হয়নি এমনটিই জানালেন আমাদের বিজ্ঞ গাইড । হতে পারে , ফেজ আল- মেদিনার উন্নততর সংস্কৃতি যা সম্ভব হয়েছে এখানে প্রতিষ্ঠিত বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদের অবস্থিতির কারণে ও প্রভাবে । মালিকী লিগ্যাল স্কলারশীপ বিকশিত হওয়ার স্বর্ণযুগ ফেজ আল-মেদিনার উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয় । ফেজ মেদিনাকে পায়দলে চলাচলের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সর্ববৃহৎ নগর-কেন্দ্রিক জোন হিসেবে বিবেচনা করা হয় । সাংস্কৃতিক সমৃদ্ধি আনয়নে অবদান , অনবদ্য স্থাপত্য শৈলীর ব্যবহার এবং রক্ষণাবেক্ষন, তদুপরি ঐতিহ্য ও ঐশর্য্যমন্ডিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থিতি এসব কারণে ফেজ মেদিনাকে ইউনেষ্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে । ফেজ থেকে মারাকাস ও পরবর্তীতে রাবাত এ রাজধানী স্থানারন্তিত হলে নগরীর রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যে কিছুটা ভাঁটা পড়ে তবে এখনো একে পশ্চিম ভূখন্ডের মক্কা নগরী হিসেবে আখ্যায়িত করা হয় । মরক্কোর আধ্যাতিক এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে ফেজ নগরীর যে সুউচ্চ স্থান তা এখনো মানুষ সম্ভ্রমের চোখে দেখে।

ম্যনহাচেট হিলস্ , লং আইল্যান্ড, নিউইয়র্ক।


advertisement

Posted ১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(6300 বার পঠিত)

স্মরণে যাতনা
স্মরণে যাতনা

(1310 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1154 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.