শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্টিমুলাস চেক ও আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে জট কাটেনি

আনোয়ার হোসেইন মঞ্জু :   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

স্টিমুলাস চেক ও আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে জট কাটেনি

করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে ফেডারেল সরকার অনুমোদিত জনপ্রতি ১,২০০ ডলার ও সন্তানদের ক্ষেত্রে আরো ৫০০ ডলার হারে দ্বিতীয় দফা স্টিমুলাস চেক আইআরএস এখনো সরাসরি ব্যাংক একাউন্টে, চেকের আকারে ডাকযোগে অথবা ডেবিট কার্ডে পাঠানো শুরু করেনি। অনুমোদন করার এক মাসও পরও জানা যায়নি যে কব্ েপাঠানো হবে তাও স্থির করা হয়নি। এখন পর্যন্ত সময় শুধু বদলানো হচ্ছে। এছাড়া কারা প্রথমে এই প্রনোদনার চেক পাবে তাও জানা যায়নি। আগামী সপ্তাহে সিনেট ও হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ অধিবেশনে বসলে আইনপ্রনেতাগণ করোনা ভাইরাস ষ্টিমুলাস বিল নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন। এ বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট – উভয় পক্ষ একটি সমঝোতায় পৌছতে চায়। হোয়াইট হাউজ ষ্টিমুলাস প্যাকেজ খাতে এক ট্রিলিয়ন ডলারের মূল প্রস্তাব থেকে অর্থের পরিমাণ বৃদ্ধি করে দেড় ট্রিলিয়ন ডলার অনুমোদন করেছে। ডেমোক্রেটরা এ খাতে তাদের তিন ট্রিলিয়ন ডলার প্রস্তাব হ্রাস করে ২.২ ট্রিলিয়ন ডলার করেছে। এ ব্যাপারে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কংগ্রেস যদি প্রস্তাবটি পাস করে অথবা নতুন কোন নির্বাহী আদেশ জারি করা হয় তাহলে আইআরএস এক সপ্তাহের মধ্যে অর্থ প্রেরণ শুরু করবে বলে জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারী ষ্টিভেন মুচিন।

আইআরএস নতুন ষ্টিমুলাস চেক পাঠানোর সম্ভাব্য তারিখ সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছে তাতে দেখা যায় সিনেট যদি আগামী ২১ সেপ্টেম্বর এবং ২২ সেপ্টেম্বর হাউজ প্রস্তাবের বিল পাস করে এবং ২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট যদি বিলে স্বাক্ষর করেন তাহলে আইআরএস ২৮ সেপ্টেম্বর চেক পাঠানো শুরু করতে পারবে। সিনেট যদি আগামী ৩০ সেপ্টেম্বর এবং হাউজ যদি ১ অক্টোবর বিল পাস করে এবং ২ অক্টোবর প্রেসিডেন্ট যদি বিলে স্বাক্ষর করেন তাহলে আইআরএস ১২ অক্টোবর চেক পাঠানো শুরু করতে পারবে। আবার সিনেট যদি আগামী ১৬ অক্টোবর এবং হাউজ যদি ১৯ অক্টোবর বিল পাস করে এবং প্রেসিডেন্ট যদি ২০ অক্টোবর বিলে স্বাক্ষর করেন তাহলে আইআরএস ২৬ অক্টোবর চেক পাঠানো শুরু করতে পারবে। এর প্রক্রিয়া সঠিকভাবে অগ্রসর না হলে প্রেসিডেন্ট যদি সেপ্টেম্বরের ১২ তারিখে তাঁর নির্বাহী আদেশ প্রদান করেন তাহলে চেক প্রথম সরাসরি জমা হবে ২১ সেপ্টেম্বর, প্রথম চেক পাঠানো শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং ডেবিট কার্ডে প্রথম প্রেরণ শুরু হবে ১৯ অক্টোবর থেকে।


দ্বিতীয় প্রনোদনা চেক পাওয়ার যোগ্যতা অনুযাযী পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে থাকবে, যারা ২০১৮ ও ২০১৯ সালের ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন এবং আইআরএস এর কাছে যাদের সরাসরি জমা হওয়ার ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য রয়েছে। তাদের একাউন্টেই প্রথম প্রনোদনার অর্থ যাবে। দ্বিতীয় গ্রুপে রয়েছেন যারা সোস্যাল সিকিউরিটি ভাতা গ্রহণ করেন এবং ফেডারেল এজেন্সির কাছে যাদের সরাসরি জমাদানের তথ্য রয়েছে। অর্থ প্রদান শুরু হলে প্রথম সপ্তাহেই এই গ্রুপের প্রায় আট কোটি লোকের একাউন্টে অর্থ জমা হবে। তৃতীয় গ্রুপে রয়েছে গত ১৩ মে তারিখের মধ্যে সরাসরি জমা দানের জন্য তাদের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করেননি বা যারা সরাসরি একাউন্টে অর্থ চাননি তাদেরকে এক সপ্তাহ পর থেকে কাগজের লেখা চেক পাঠানো শুরু হবে। চতুর্থ গ্রুপে তারাই থাকবেন যাদের কাছে ‘ইকনমিক ইমপ্যাক্ট পেমেন্ট ডেবিট কার্ড পাঠানো হয়েছে। প্রায় ৪০ লাখ লোকের কাছে এই কার্ড পাঠানো হয়েছে। পঞ্চম গ্রুপে থাকবেন ওইসব ব্যক্তি, যারা প্রথম ষ্টিমুলাস চেক জুন মাসের পর পেয়েছেন বা এখনো পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা। আইআরএস এর পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সালের শেষ সময় পর্যন্ত অনেক ব্যক্তির কাছে অর্থ প্রেরণ অব্যাহত থাকবে, যারা পূর্ববর্তী চারটি গ্রুপের মধ্যে পড়েননি। কেউ যদি এখন পর্যন্ত প্রথম প্রনোদনার অর্থ না পেয়ে থাকেন তাহলে তাদেরকে আইআরএস এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রথম চেক পাওয়ার পরও যারা সরাসরি অর্থ জমা করার জন্য ব্যাংকের তথ্য আইআরএসকে সরবরাহ করেননি, দ্বিতীয় চেক পাওয়ার ক্ষেত্রেও তারা বিলম্বের মুখে পড়বেন। গত জুন মাস পর্যন্ত ১২ কোটি মানুষ প্রনোদনার অর্থ পেয়েছেন সরাসরি ব্যাংক একাউন্টে সাড়ে তিন কোটি লোক পেয়েছেন চেকের মাধ্যমে এবং ৪০ লাখ পেয়েছেন ডেবিট কার্ডের মাধ্যমে।

আনএমপ্লয়মেন্ট বেনিফিট


এদিকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি আমেরিকানকে আর্থিক সহায়তা করার উদ্দেশে ফেডারেল জরুরী ব্যবস্থাপনা সংস্থা বা ফেমা এক মাস আগে দ্বিতীয় দফায় সাপ্তাহিক ৩০০ ডলার হারে যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট প্রদানের ঘোষণা প্রদান করেছে, এক মাস অতিক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সবগুলো ষ্টেটে তার বিতরণ শুরু হয়নি। অনেক ষ্টেটের পক্ষে এ অর্থ প্রেরণে সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে প্রেরণ করা সম্ভব হতে পারে। নিউইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ লেবার কবে থেকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট প্রদান শুরু করবে, এখন পর্যন্ত তা জানা যায়নি। ফেডারেল সরকার ৩০০ ডলারের সঙ্গে ষ্টেটগুলোকে ১০০ ডলার করে যোগ করে সপ্তাহে মোট ৪০০ ডলার করে দেয়ার আহবান জানালেও মাত্র গুটি কয়েক ষ্টেট এই অতিরিক্ত ১০০ ডলার করে প্রদান করছে।

এছাড়া আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে, এই সুবিধা ক’সপ্তাহ পর্যন্ত প্রদান করা হবে? এর কোন সদুত্তর পাওয়া যায়নি। কারণ এটি নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টর এবং এক ষ্টেট থেকে আরেক ষ্টেটে এর ব্যবধানের উপর। প্রেসিডেন্ট ট্রাম্প আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেয়ার দলিলে গত ৮ আগষ্ট স্বাক্ষর করার পর অধিকাংশ ষ্টেট তা অনুমোদন করেছে এবং এ আর্থিক সুবিধা মাত্র তিন সপ্তাহের জন্য বহাল থাকবে এবং সপ্তাহ গণনা শুরু হবে গত ১ আগস্ট থেকে; অর্থ্যাৎ যোগ্য প্রার্থীরা তিন সপ্তাহে মোট ৯০০ ডলার লাভ করবেন ফেডারেল সরকারের পক্ষ থেকে, যা ষ্টেট ডিপার্টমেন্ট অফ লেবারের মাধ্যমে বিতরণ করা হবে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত একটি ষ্টেট Ñ সাউথ ডাকোটা এই আর্থিক সহায়তা গ্রহণ করবে না বলে ফেডারেল সরকারকে জানিয়ে দিয়েছে। অন্য দুটি ষ্টেট নেব্রাস্কা ও নেভাদা এখন পর্যন্ত এটি অনুমোদন করেনি। যদি তিন সপ্তাহের চেয়ে অধিক সময়ের জন্য তহবিল পেতে হয়, তাহলে প্রতিটি ষ্টেটকে সাপ্তাহিক ভিত্তিতে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে হবে এবং ফেমা’কে তা অনুমোদন করতে হবে। এ প্রেক্ষিতে কিছু ষ্টেট আরো বেশি সপ্তাহের জন্য তহবিল পাবে কিনা তা অনেকটা রহস্যপূর্ণ এবং একইভাবে এ প্রশ্নটি অস্পষ্ট যে ফেমা কি সকল ষ্টেটের ক্ষেত্রে সম সংখ্যক সপ্তাহের তহবিল অনুমোদন করবে কিনা।


advertisement

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আমরা মরি কেন?
আমরা মরি কেন?

(641 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.