বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

২০২৪ নির্বাচন ও ডোনাল্ড ট্রাম্পের রণকৌশল

আশরাফ উদ্দিন আহমেদ   |   রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

২০২৪ নির্বাচন ও ডোনাল্ড ট্রাম্পের রণকৌশল

দীর্ঘ দিনের পরিচিত বন্ধু, খ্যাতিমান সাংবাদিক মাহবুবুর রহমান আজকের টুইটারে ‘সব কথা বলা যায় না’ শীর্ষক রম্য জাতীয় কিন্তু গভীর ভাবনা সঞ্চালক একটি লেখা উপহার দিয়েছেন। মনের খোরাক যোগাতে উপাদেয় লেখা। বেশ ক’টি চরিত্র কিছুটা হলেও পরিচিত বিধায় উপভোগ করতে তেমন বেগ পেতে হয়নি। খানিকটা খটকা লেগেছে। ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করে সাফল্য লাভে নরেন্দ্র মোদির উদাহরণ দিয়েছেন। ট্রাম্পের বেলায় তার বক্তব্য হলো,“তবে ধর্মীয় নয়, উগ্র জাতিয়বাদকে উস্কে দিয়ে ষোল আনা ফল ভোগ করছেন।” প্রবীণ সাংবাদিকের এ পর্যবেক্ষণ সর্বাংশে সঠিক বলে মনে করি না। ইতিহাস সাক্ষী দেয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইভাঞ্জেলিকান ক্রিস্টিয়ান এবং রক্ষণশীল ক্যাথলিকরা রিপাবলিকান পার্টিকে সমর্থন করে। বেশির ভাগ উদারপন্থী এবং প্রটেসস্টন্টরা সব সময়ই ডেমোক্রেটিক দলকে সমর্থন করে। একটা সময় ছিল যখন আমেরিকাকে শেষোক্ত খ্রিস্টানদের চারণভূমি বলে মনে করা হতো। বর্তমান সময়ে ৪৫% আমেরিকান প্রটেস্টান্ট। দেশটিতে মোট ক্যাথলিক জনসংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশী ।জর্জ ডব্লিউ বুশ ধর্মান্ধ খ্রিস্টান দলগুলোর (Fundamentalist Christian Groups) ভোটে পেয়ে জন কেরিকে হারাতে সক্ষম হন।
সনাতন ধারণায় রক্ষণশীলতা বলতে যে আদর্শ তার প্রধান স্তম্ভ হল মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তিগত স্বাধীনতা এবং ছোট আকারের সরকার (belief in free markets, individual liberty and limited government)। সাম্প্রতিক সময়ে এ আদর্শ ট্রাম্পের মতবাদে (Trumpism) রূপান্তরিত হয়ে গেছে। এ মতবাদ কি আদর্শে পরিণত হবে নাকি রিগানিজমের মত দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে ট্র্যাম্পের প্রেসিডেন্ট হওয়া না হওয়ার উপর। রিপাবলিকান দলের বর্তমান যে হালহকিকত তাতে প্রতীয়মান হয় ট্রাম্পই প্রাইমারিতে প্রেসিডেন্ট পদে নমিনেশন পাবেন। পদটিতে সমাসীন হওয়ার জন্য তিনি সব ধরনের ত্যাগ শিকার করতে প্রস্তুত। জেল-জরিমানা তাকে পর্যুদস্ত করতে পারবে বলে মনে হয় না। নিকি হ্যালি অত্যন্ত উপযুক্ত প্রার্থী তবে তার জেতার পথ প্রতিকূল। কোন মহিলা এ যাবত প্রেসিডেন্ট হতে পারেন নি। জনপ্রিয় গভর্নর, সফল কূটনীতিবিদ ব্যক্তিত্ব ছিলেন সত্যি তবে আমেরিকায় এ সময়ে রিপাবলিকান দলে ট্রাম্পের কল্যাণে বিদ্যমান আন্তঃকলহ এবং সমাজে নানান ধরনের গভীর বিভাজন নিকিকে আগাতে দেবেনা বলেই মনে হয়। একমাত্র,আইন যদি ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারার অযোগ্য ঘোষণা করে তবেই নিকি হ্যালি’র পথ কিছুটা সুগম হবে। ম্যাগা অনুসারীদের অন্ধ আনুগত্য, ধর্মীয়-কাম-উগ্র জাতিয়বাদ শ্লোগান ও প্রচারণা কাজে লাগিয়ে ট্র্যাম্প ক্যাম্পের যে অগ্রগতি তাতে রিপালিকান দলের কেউ বা দলের কোন ভিন্ন ঢেউ বা স্রোতপ্রবাহ রুখতে পারবে বলে মনে হয় না। তবে, মূল প্রতিদন্ধিতা ডেমোক্রেটিক দলের বাইডেনের সাথে হলে ট্রাম্প পরাজিত হতে পারেনএমন অনুমান অনেক পণ্ডিতই করেন।


Posted ৫:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(6360 বার পঠিত)

স্মরণে যাতনা
স্মরণে যাতনা

(1313 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1155 বার পঠিত)

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.