বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বন্ধু সৈয়দ মোশের্দ কামাল স্মরণে

ড. আশরাফ আহমেদ   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

বন্ধু সৈয়দ মোশের্দ কামাল স্মরণে

সৈয়দ মোর্শেদ কামাল

আমার বন্ধু সৈয়দ মোর্শেদ কামাল ইহলোক ত্যাগ করেছেন প্রায় একযুগ হয়ে গেল। ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তরতাজা নিত্য হাসিখুশী মানুষটি ষাট বছর পেরোতে না পেরোতেই চলে গেলেন এ সত্যটি মেনে নিতে কষ্ট হয়। তার জীবনের অনেক সাধ আহ্লাদই অপূর্ণ রয়ে গেছে। পার্লামেন্টের সম্মানিত সদস্য পদ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ আপাত নিম্নগামী যাত্রা নিয়ে কথাবার্তা যে হয়নি তা নয়; তবে যারা তাকে ভালভাবে জানেন, তার আদর্শ, জীবনবোধ ও লক্ষ্যের সাথে সামান্য হলে ও পরিচিত তারা তার সেবাধর্মী মন-মানসিকতার কথা একবাক্যে স্বীকার করবেন নিশ্চয়ই। দীর্ঘদিনের বন্ধু ও সহপাঠী হিসেবে খুব কাছ থেকে দেখার পরিপ্রেক্ষিতে সৈয়দ মোর্শদ কামালের মধ্যে সেবার যে মনোবাসনা তরুণ বয়স থেকেই দেখেছি তার পরিণত রূপ এ রূপান্তরের পেছনে কাজ করেছে। বারবার দল বদল করলেও মানুষের সেবা করার যে অনন্য গুণাবলী তা থেকে আমার বন্ধুটি কোন সময় বিচ্যুত হননি । এমপি হিসেবে জনসেবার, এলাকার উন্নয়নের  যে সুযোগ পাননি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের মধ্য দিয়ে তা পেয়েছেন ।

জন সাধারণের সাথে ঘনিষ্ট যোগাযোগ বন্ধন তার সবসময়ই ছিলো; এলাকার উন্নয়ন সমস্যার স্বরূপ তিনি জানতেন; যে আদর্শ বুকে ধারণ করে তিনি পরিণত মানুষে পর্যবসিত হয়েছেন একটি রক্ষণশীল সামাজিক পরিমন্ডল থেকে তার জন্য তাকে মানসিক সংগ্রাম করতে হয়েছে সত্যি তবে আদর্শ,জ্বলজ্যান্ত উদাহরণ তার আপন পরিবারেই ছিল । অনেকাংশেই এই এতিহ্য তাকে মানবতার সেবা করতে অনুপ্রেরণা যুগিয়েছে। তার মরহুম পিতা সৈয়দ সিরাজুল হক আবদাল স্বদেশী আন্দোলনে সংশ্লিষ্ট ছিলেন। স্বরাজ পার্টির ব্যারিষ্টার চিত্তরঞ্জন দাস যখন হবিগঞ্জ আসেন, তখন শিরিষতলায় যে জনসভা হয়েছিল তাতে সভাপতির আসন অলংকৃত করেছিলেন সৈয়দ সিরাজুল হক আবদাল। বুঝতে তেমন বেগ পেতে হয়না যে রক্ষণশীল খানদানী আদর্শ ও পেশা পেছনে ফেলে সমাজতান্ত্রিক মনমানসিকতাপ্রসূত আদর্শে জীবনকে প্রবহমান এবং উৎসর্গ করে কাজ করার মানসিকতা স্বনামধন্য উন্নত চরিত্রের পিতার কাছ থেকে পেয়েছিলেন ।


লোকান্তরিত হওয়ার একযুগ হয়ে গেছে সত্যি কিন্তু নাছিরনগর উপজেলার উন্নয়নে তার যে ঐকান্তিক প্রচেষ্টা ছিলো তা ধারণ করে আছে এ জনপদ । আর এ কারণে আপামর জনসাধারণ সাধুবাদ জানায় আমার প্রয়াত বন্ধু সৈয়দ মোর্শেদ কামালকে । মানুষের কল্যাণে কাজ করার যে সদাজাগ্রত বাসনা তোমার আদর্শ ও কাজকর্মে তার পুরষ্কার আল্লাহ তোমাকে অফুরানভাবে দান করুন এ দোয়া রইলো পরম করুণাময়ের সমীপে । আমিন ।


Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(6364 বার পঠিত)

স্মরণে যাতনা
স্মরণে যাতনা

(1313 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1155 বার পঠিত)

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.